ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ পর্বে মারে-ওয়ারিঙ্কা

প্রকাশিত: ০৪:৪৪, ২৪ জানুয়ারি ২০১৬

চতুর্থ পর্বে মারে-ওয়ারিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে সঠিক পথেই এগুচ্ছেন এ্যান্ডি মারে, ডেভিড ফেরার এবং স্টানিসøাস ওয়ারিঙ্কার মতো তারকারা। দারুণ জয়েই প্রত্যেকেই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা এ্যান্ডি মারে শনিবার তৃতীয় পর্বে ৬-২, ৩-৬, ৬-২ এবং ৬-২ গেমে হারান পর্তুগালের জোয়াও সোসাকে। তবে প্রতিপক্ষের বিপক্ষে জয়টা যে সহজে আসেনি তা ফলাফল দেখেই বুঝা যাচ্ছে। মার্গারেট কোর্ট এ্যারেনায় এদিন বৃটিশ তারকাকে জয়ের জন্য লড়াই করতে হয়েছে দুই ঘণ্টা ৩৮ মিনিট। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে করেননি। কারণ রড লেভার এ্যারেনায় যে অসুস্থ হয়ে পড়েন তার শ্বশুর নাইজেল সিয়ার্স। স্কটিশ তারকা এ্যান্ডি মারের শ্বশুর আবার আনা ইভানোভিচের কোচও। একইদিনে রড লেভার এ্যারেনায় ম্যাচ চলছিল ইভানোভিচ বনাম ম্যাডিসন কেইসের মধ্যে। আর সেই ম্যাচের দ্বিতীয় সেটের সময়ই অসুস্থ হয়ে পড়েন নাইজেল সিয়ার্স। যে কারণে ম্যাচ জয়ের পরই কোর্ট ছেড়ে চলে যান এ্যান্ডি মারে। পরবর্তীতে তিনি জানিয়েছেন, ‘জয়ের জন্য কঠিন লড়াই করতে হয়েছে আমাকে। কারণ সে খুব ভালভাবেই বলে আঘাত করছিল। তারপরও আমি লড়াই চালিয়ে গেছি। শেষ পর্যন্ত আমার মনোযোগ ধরে রেখে সেরাটাই দিতে পেরেছি।’ দিনের অন্য ম্যাচে দারুণ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। এদিন তিনি ৬-২, ৬-৩ এবং ৭-৬ গেমে হারান চেকপ্রজাতন্ত্রের লুকাস রোসোলকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ৪০০তম ট্যুর ম্যাচ জয়েরও রেকর্ড গড়েন তিনি। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্স সম্পর্কে স্টানিসøাস ওয়ারিঙ্কা বলেন, ‘অতীতে ফোরহ্যান্ডের জন্য আমাকে লড়াই করতে হয়েছে। কিন্তু এখন আর তা করতে হচ্ছে না। তবে আমি মনে করি আমার ব্যাকহ্যান্ডও এখন অনেক ভাল।’ দিনের অন্য ম্যাচে ফ্রান্সের গায়েল মনফিলস হারিয়েছেন স্বদেশী স্টিফানে রবার্টকে। এদিন তিনি ৭-৫, ৬-৩ এবং ৬-২ গেমে হারান রবার্টকে। স্পেনের ডেভিড ফেরার ৬-১, ৬-৪ এবং ৬-৪ গেমে হারান আমেরিকার স্টিভ জনসনকে। আর ফেরারের স্বদেশী ফেলিসিয়ানো লোপেজ হেরেছেন জন ইসনারের কাছে।
×