ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পান্ডের সেঞ্চুরিতে ভারতের সান্ত¡নার জয়

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ জানুয়ারি ২০১৬

পান্ডের সেঞ্চুরিতে ভারতের সান্ত¡নার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ রান-বন্যার সিরিজের শেষটাও হলো রান-বন্যা দিয়ে। এবার ৩৩০ রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া হারল ৬ উইকেটে! জোড়া সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার (১২২) ও মিচেল মার্শকে (১০২*) ম্লান করে শেষ হাসি মানিস পা-ের। আইপিএল তারকার ধুরন্ধর সেঞ্চুরির (৮১ বলে অপরাজিত ১০৪) ওপর ভর করে সান্ত¡নার জয় দেখল সফরকারী ভারত। সিরিজে হারের ব্যবধান কমিয়ে ১-৪এ শেষ করল মহেন্দ্র সিং ধোনির দল। পাঁচ ম্যাচে প্রতিটি দল দুটি করে মোট দশটি ইনিংস খেলেছে। প্রতি ইনিংসে ৩শ’ করে রান হলেও মোট রান ৩ হাজার। অথচ এই সিরিজে রান হয়েছে ৩১৫১! দিপক্ষীয় কোনও সিরিজে রান সংগ্রহের নতুন রেকর্ড এটিই। গোটা সিরিজ জুড়ে বোলারদের অসহায়ত্বের বিপরীতে ব্যাট হাতে ছড়ি ঘোরালেন ব্যাটসম্যানরা। চার-ছক্কার ফুলঝুড়িতে অস্ট্রেলিয়া মাতালেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, জর্জ বেইলি, শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথরা। এ্যাডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ মঙ্গলবার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে মনে রাখার মতো এক জয় পায় ভারত। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি সিরিজ জুড়ে ব্যাটে রানের খই ফোটানো রোহিত শর্মা। ৯৯ রান করে আউট হয়েছেন সিরিজ সেরার পুরস্কার (৪৪১ রান) পকেটে পোরা এই ওপেনার। তবে ভারতের দুর্দান্ত জয়ের ‘নায়ক’ মানিস পা-ে। প্রচ- চাপের মুখে চার মেরে ধোনির মুখে সান্ত¡নার হাসি ফোটান তিনি। ৩৩১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোহিতের নিয়ন্ত্রিত ব্যাটিং ও ধাওয়ানের আক্রমণে বেশ ভালই শুরু করে ভারত। ৫৬ বলে ৭৮ করে ধাওয়ান আউট হয়ে যাওয়ার পর হয়তো ভারত আশা করছিল আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলি পথ দেখাবেন। কিন্তু ৮ রান করেই আউট হন দলটির সময়ের সেরা ব্যাটসম্যান। তবে বড় তারকা কোহলির অভাবটা বুঝতে দেননি ২৬ বছরের পা-ে। একেবারে ‘টার্নিং’ সময়ে রোহিতের সঙ্গে মিলে রান প্রতি বলের হিসেবে ৯৭ রানের জুটি গড়েন তিনি। কিন্তু জয়টা যখন ঠিক ১০০ রান দূরে, তখনই ৯৯ রানে আউট প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত। পুরোপুরি ফর্মে না ফিরলেও এদিন পা-েকে ভাল সঙ্গ দিয়েছেন চাপে থাকা ধোনি। ৪২ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে আউট হলেও দলকে কাছাকাছি নিয়ে যান অধিনায়ক। জয় থেকে মাত্র ৬ রান দূরে ধোনি আউট হতেই আবার নতুন শঙ্কা, ৯৮ রানে অপরাজিত থাকা পান্ডে কি ‘ফিনিশার’ হতে পারবেন? শঙ্কাটাকে লেট-কাট করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন পা-ে। নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন, দল পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো জয়। পা-ে-ঝড়ে বিফলে মিচেল মার্শের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যার ৮৪ বলে ১০২* রানের সৌজন্যে ৩৩০ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এছাড়া ম্যাথু ওয়েডের ৩৬ ও অধিনায়ক স্মিথের ২৮ উল্লেখ্য। এ নিয়ে ঘরের মাটিতে রেকর্ড টানা ১৯ জয়ের পর হারতে হলো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের (১৯৮৬, ১৮ জয়) রেকর্ড ভাঙ্গে অসিরা। সর্বোপরি দেশে-বিদেশ মিলিয়ে টানা ওয়ানডে জয়ের রেকর্ডটাও অস্ট্রেলিয়ার (২০০৩, ২১ জয়)।
×