ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপ ক্রিকেট;###;জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান

প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ জানুয়ারি ২০১৬

প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ চূড়ান্ত লড়াই শুরুর আগে ঝালিয়ে নেয়ার ম্যাচ। শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ দল জয় তুলে নিয়েছে। জাতীয় দল সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে টানা দুই টি২০ জিতলেও যুবারা ৬৩ রানে হারিয়েছে জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলকে। এদিন ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ভেন্যুতে। অপর ম্যাচগুলোয় বিকেএসপি-৪ নম্বর মাঠে ভারত ৩৭২ রানের বিশাল ব্যবধানে কানাডাকে, বিকেএসপি-৩ নম্বর মাঠে আফগানিস্তান ১২৬ রানে আয়ারল্যান্ডকে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ড ১৫৫ রানে নামিবিয়াকে, বিকেএসপিতে পাকিস্তান ১১০ রানে নেপালকে ও বিকেএসপি-২ নম্বর মাঠে শ্রীলঙ্কা ৪ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয় জিম্বাবুইয়ের। ৯ রানে প্রথম উইকেট হারিয়ে বাজেভাবে শুরু হলেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, পিনাক ঘোষের ৪৩ ও মেহেদী হাসান মিরাজের ৩৩ রানের সুবাদে ৯ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ যুবারা। শান্ত ১০৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ১০২ রান করেন। পেসার উইলিয়াম মাশিঙ্গে ৬৭ রানে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুটা ভাল না হলেও ওয়ানডাউন ব্যাটসম্যান রায়ান মারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের স্বপ্নই দেখছিল জিম্বাবুইয়ের যুবারা। কিন্তু বাকিরা কেউ তাকে যোগ্য সমর্থন দিতে পারেননি। ৮ বোলারকে দিয়ে বোলিং করিয়ে জিম্বাবুইয়ে ব্যাটসম্যানদের আটকে রাখতে পেরেছে বাংলাদেশের যুবারা। মারে ১২৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন এবং ৭ উইকেটে ২২১ রান করতে সক্ষম হয় জিম্বাবুইয়ে। ২ উইকেট নেন আব্দুল হালিম। ৬৩ রানে জয় পায় বাংলাদেশ। সোমবার একই ভেন্যুতে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। বিকেএসপির চার নম্বর মাঠে ভারতের অনুর্ধ-১৯ দল ৬ উইকেটে ৪৮৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। ঈশান কিষান মাত্র ৮৬ বলে ১৬ চার ও ৭ ছক্কায় ১৩৮, রিকি ভুঁই ৭১ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১১৫ রান করেন। জবাবে ৩১.১ ওভারে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় কানাডা। লোমরোর ৩টি উইকেট নেন। আফগানিস্তান ইহসানুল্লাহর ১৩৩ রানে ভর দিয়ে ২৭৭ রান তোলে। রোরি আন্দ্রেস ৫ উইকেট নেন। পরে আয়ারল্যান্ড ৪৪.৩ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায়। ড্যান লরেন্সের ৮৫ ও ম্যাক্স হোল্ডেনের ৮১ রানে ৭ উইকেটে ৩০৭ রান করে ইংল্যান্ড। জবাবে ১৫২ রানে গুটিয়ে যায় নামিবিয়া। স্যাম কুরান ১০ রানে ৫ উইকেট নেন। পাকিস্তান ৭ উইকেটে ২৯১ রান তোলে জিশান মালিকের ৮৩ ও উমর মাসুদের ৫৯ রানের সুবাদে। ৯ উইকেটে ১৮১ রান করতে সক্ষম হয় নেপাল। নিউজিল্যান্ড ৮ উইকেটে মাত্র ২০৪ রান তুলেছিল। জবাবে ৩৬.১ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে জয় পায় শ্রীলঙ্কা। শাম্মু আশান ৬৬ রানে অপরাজিত থাকেন।
×