ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক তারকা ফুটবলার মঞ্জুকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৪:৪২, ২৪ জানুয়ারি ২০১৬

সাবেক তারকা ফুটবলার মঞ্জুকে প্রাণনাশের হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফোনে তাকে এ হুমকি দেয়া হয়, +৯৭৬৫৪৩২১ এই ফোন নম্বর থেকে। আমেরিকা প্রবাসী এক সময়কার জনপ্রিয় কৃতী ফুটবলার মঞ্জু বর্তমানে ঢাকায়। দেশে বেড়াতে এসে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ফোনে তিনি জনকণ্ঠকে বলেন, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারী টিভি চ্যানেলে বাংলাদেশের ফুটবলের বর্তমান কর্মকা-ের সমালোচনা করেন। উদ্বেগ প্রকাশ করেন বর্তমান জাতীয় দলের বাজে নৈপুণ্যে। এছাড়া ফুটবল তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সমালোচনা করেন। মঞ্জুর ধারণা এসব সত্য কথা বলার কারণেই হয়তো তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঞ্জুর কথায়, আমি যদি কারও সমালোচনা করি তাহলে তারা আমার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারে। অথবা সরাসরি মামলা করতে পারে। এছাড়া যেহেতু আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি সেহেতু আমাকে ডেকে কথা বলতে পারে। কিন্তু তা না করে আমাকে হত্যার ‘থ্রেট’ কোন সভ্য মানুষ করতে পারে না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার বাক স্বাধীনতা রয়েছে। আমার কাছে যে বিষয়টা খারাপ মনে হচ্ছে তা আমি টিভি চ্যানেলে বলার অধিকার রাখি। তাই বলে এ ধরনের হুমকি? প্রসঙ্গত মঞ্জুর কথায় প্রমাণ হচ্ছে ফুটবল অঙ্গনের যে কেউ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। কারণ টিভি চ্যানেলে সাক্ষাতের আগে তাকে কেউ জীবন নাশের হুমকি দেয়নি। মঞ্জু আরও বললেন, এটা ফুটবল ফেডারেশনের লোকজনদের কাজ। কারণ আমি সাক্ষাতকার দেয়ার একদিন পরই ঘটলো এই ঘটনা।
×