ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের তিন উৎসবে নান্দীমুখ প্রযোজনা ‘ঊর্ণাজাল’

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জানুয়ারি ২০১৬

ভারতের তিন উৎসবে নান্দীমুখ প্রযোজনা ‘ঊর্ণাজাল’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের তিনটি নাট্যোৎসবে মঞ্চায়ন হবে নান্দীমুখের প্রযোজনা ‘ঊর্ণাজাল। এ প্রসঙ্গে দলটির কর্ণধার অভিজিৎ সেনগুপ্ত জানান, ভারতের গোবরডাঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রে চলছে ‘বঙ্গে রঙ্গে বাংলাদেশ’ শিরোনামে নাট্যোৎসব। গোবরডাঙ্গা নক্সা আয়োজিত এ নাট্যোৎসবে আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। মাঙ্গলিক কলকাতা আয়োজিত নাট্যোৎসবে ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় সুকান্ত মঞ্চে দ্বিতীয় মঞ্চায়ন, এবং ১ ফেব্রুয়ারি প্রাচ্য, কলকাতা আয়োজিত বাংলা নাটকের উৎসবে নজরুল মঞ্চে তৃতীয় মঞ্চায়ন হবে। তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের এই তিনটি নাট্যোৎসবে যোগ দিতে সংগঠনের ২৪ জন সদস্য ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে। ‘ঊর্ণাজাল’ নাটকটি রচনা করেছেন বাকার বকুল, মঞ্চ ও নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। সঙ্গীত পরিকল্পনায় পরিমল মজুমদার, আলোক পরিকল্পনায় মোসলেম উদ্দিন সিকদার, পোশাক ও কোরিওগ্রাফি করেছেন সামিউন জাহান দোলা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়শিল্পীরা হলেন অভিজিৎ সেনগুপ্ত, সুজিত দাশ, বাপ্পা চৌধুরী, শাহীনুর সরোয়ার, কংকন দাশ, সাইফুল ইসলাম, বিকিরণ বড়ুয়া, বিটু ভৌমিক, মুরাদ হাসান, জেসমিন আকতার, মিজানুর রহমান, সজীবুর রহমান, কামরুল ইসলাম, সাগর চৌধুরী ও সাইদুল আলম।
×