ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের খড়মপট্টিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও মূল্যমানের বই তুলে দেয়া হয়। বিশিষ্ট শিক্ষক মোদক গোবিন্দ দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক ও লেখক মাজহার মান্না, সাজ্জাদ আলম, পলাশ চন্দ্র দাস, শাহীনুর রহমান শাহীন, নাদিম শেখ প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৩ জানুয়ারি ॥ কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার পৌরসভার আল ফাতেহা দাখিল মাদ্রসার সম্মেলন কক্ষে লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ও কচুয়া ইসলামী ট্রাস্টের সেক্রেটারি জেনারেল এম এ রশিদ শাহ সম্রাট শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও শিক্ষামূলক বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আব্বাসী, সুপার মোঃ আবদুল হাই ও হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান প্রমুখ। ৪ লাখ মিটার জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৩ জানুয়ারি ॥ ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে শনিবার কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। অবৈধ এসব কারেন্ট জালের মূল্য প্রায় ২ কোটি টাকা। পরে ওই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। হত্যাকারীকে গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ জানুয়ারি ॥ জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলার নেতা আব্দুর রশিদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তার পরিবারের নিরাপত্তা দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখা। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে এলাকার হত্যা, চাঁদাবাজি মামলার আসামিরাই পূর্বপরিকল্পিতভাবে ওয়ার্কার্স পার্টির এ নেতাকে হত্যা করেছে। শীতবস্ত্র ও অর্থ প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে নিহত ও নিখোঁজ জেলেদের পরিবারকে আর্থিক সহয়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ মৎস্যজীবী পরিবারের সদস্যদের শীতবস্ত্র ও পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন ব্যবসায়ী ও চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম। কর্মী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জানুয়ারি ॥ তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিটির জেলা আহ্বায়ক এ্যাডভোকেট শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি নেতা রাগিব আহসান মুন্না, বাসদ নেতা জাহেদুল হক মিলু, আহসানুল হাবীব সাঈদ, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি প্রমুখ। ফরিদগঞ্জে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৩ জানুয়ারি ॥ ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে অগ্নিকা-ে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ সময় আগুনের তীব্রতায় মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাইনবোর্ড ও সামনের গ্লাস ও ৫টি এসির বাইরের অংশ এবং ৮০ লাখ টাকা মূল্যের সার্ভে মেশিন ক্ষতিগ্রস্ত হয়।
×