ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ছাত্রকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১৬, ২৪ জানুয়ারি ২০১৬

নেত্রকোনায় ছাত্রকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ স্কুলছাত্রকে বেধড়ক পিটুনির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোশারফ হোসেন। তিনি সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খ-কালীন শিক্ষক। আহত ছাত্রের বাবা সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের হাবিব মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। এদিকে আহত স্কুলছাত্র তুহিন মিয়াকে (১৫) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মডেল টেস্ট পরীক্ষার সময় পকেটে দুটি মোবাইল ফোন সেট রাখার দায়ে খ-কালীন শিক্ষক মোশারফ হোসেন গত সোমবার এসএসসি পরীক্ষার্থী তুহিন মিয়াকে স্কেল দিয়ে বেধড়ক পেটায় এবং দেয়ালে মাথা ঠুকে মারে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চগড়ে বিনামূল্যে ল্যাপটপ প্রদান স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং সারাদেশে আইসিটি শিক্ষার সম্প্রসারণে বোদা মহিলা কলেজে বিনামূল্যে ৪১টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। লার্নিং এ্যান্ড আর্নিং প্রোগ্রামের আউট সোর্সিং কাজের জন্য শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এরোলাইট আইসিটি এডুকেশন নামের একটি প্রতিষ্ঠান এসব ল্যাপটপ বিতরণ করেন। কলেজ মাঠে অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি কলেজ কর্তৃপক্ষের কাছে ল্যাপটপ হস্তান্তর করেন। কক্সবাজারে রিক্সা চালক নিহত ছিনতাইকারীর হামলা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদরের ঈদগাঁওতে ছিনতাইকারীদের হামলায় ফারুক নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। শনিবার ভোরে পোকখালী হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রিক্সা ছিনিয়ে নিতে চালক ফারুককে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে তারা। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালীর মৃত ওবাইদুল হকের পুত্র। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ জানুয়ারি ॥ গড়েয়া ডিগ্রী কলেজে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার একটি মানবাধিকার সংগঠন ও স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে প্রায় ২শ’ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন গড়েয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ। এ সময় উপস্থিত ছিলেন গড়েয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বন্ধনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সদস্য প্রিয়াঙ্কাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেছোবাঘ শাবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ জানুয়ারি ॥ বাউফলে একটি মেছোবাঘের শাবক উদ্ধারের ৭ ঘণ্টা পরে মারা গেছে। শৈতপ্রবাহে শাবকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বাউফল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার রহমান মিয়ার বাসার পিছনে খালপাড় থেকে একই এলাকার শহীদুল (৪০) নামের এক দোকানী ৬ মাস বয়সি এই মেছবাঘের শাবকটি উদ্ধার করেন। এ সময় শারীরিকভাবে কাহিল ছিল।
×