ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরীগঞ্জে নামমাত্র মূল্যে দুই ভবন নিলামে বিক্রির অভিযোগ

প্রকাশিত: ০৪:১৪, ২৪ জানুয়ারি ২০১৬

কিশোরীগঞ্জে নামমাত্র মূল্যে দুই ভবন নিলামে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলা পরিষদ ভবন ও কিশোরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের পুরনো ভবন নিলামে বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে সরকারের ঘরে ১২ লাখ টাকা লোকসান হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবন দুটি পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক সভায় তা ব্যবহারে অনুপযোগী ঘোষণা করা হয়। এ জন্য ওই ভবন দুটি নিলামের সিদ্ধান্ত নেয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ভবন দুটি নিলামে কোন কোন জাতীয় দৈনিককে বিজ্ঞপ্তি বা মাইকিং কিংবা ঢোল শহরত করা হয়নি যা গোপনে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়া হয়। এ জন্য গত ২০ ও ২১ জানুয়ারি নিলাম নামে গোপনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মজনু মিয়াকে ১০ লাখ টাকার উপজেলা পরিষদ ভবনটি ২ লাখ ৫০ হাজার টাকায় নিলাম প্রদান করা হয়। অপরদিকে একইভাবে ৫ লাখ টাকার ইউনিয়ন পরিষদ ভবনটি ৫৯ হাজার ৫শ’ টাকায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান বাবুলের ছোট ভাই ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলতানুর রহমান আজাদকে নিলামে দেয়া হয়। উপজেলা প্রকৌশল দফতরের একটি সূত্র জানায়, উপজেলা পরিষদের ১০ কক্ষ বিশিষ্ট ভবন ও ৫ কক্ষ বিশিষ্ট ইউনিয়ন পরিষদ ভবনটিতে কমপক্ষে দেড় লাখ ইট ও ১০ হাজার কেজি রড থাকার কথা। পুরনো হিসেবে এসব ইট ও রডের বর্তমান বাজারমূল্য ১৫ লাখ টাকা। তবে সব অনিয়মের অভিযোগ অস্বীকার করে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সরকারী বিধি মোতাবেক প্রকাশ্য ডাকের মাধ্যমে ভবন দুটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। খুলনায় শিশুপার্ক মাঠ উন্মুক্ত রাখার দাবি স্টাফ রিপোর্টার, খুলনা আফিস ॥ নগরীর পরিবেশ সুরক্ষায় শিশুদের পার্ক, খেলার মাঠসহ সকল উদ্যান উন্মুক্ত রাখতে হবে। কোনভাবেই যেন খেলার মাঠে, শিশুদের পার্কে কোন প্রকার মেলা, সভা ও সমাবেশের জন্য অনুমতি না দেয়া হয়। শিশুর বৃদ্ধি, খেলোয়াড় তৈরির এ স্থানগুলো যেন উন্মুক্ত রাখা হয়, সেই বিবেচনায় এগুলোকে উন্মুক্ত রাখতে হবে। স্বাধীনতার পর থেকে খুলনার সার্কিট হাউস ময়দান, মুজগুন্নী খেলার ময়দানসহ স্কুলের খেলার মাঠগুলো শিশু-কিশোর, তরুণ-যুবক উন্মুক্তভাবে ব্যবহার করে আসছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষীমহল নিজ স্বার্থে এ মাঠগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের চক্রান্তকে প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনউদ্যোগ, খুলনার মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ এ কথা বলেন। শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে পরিবেশ সুরক্ষায় শিশুদের পার্ক, খেলার মাঠসহ সকল উদ্যান উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তিন হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই যুবক হলেনÑ মনজুর ও বেলাল। পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম জানান, মনজুর ও বেলাল ক্লায়েন্টের নিকট ইয়াবা পৌঁছে দিতে জহুরুল হক ঘাঁটি এলাকায় আসে। এমন তথ্য পেয়ে আমরা ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করি। তাদের শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে বিষপানে রিপন নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে নগরীর খুলশী থানার টিকিট প্রিন্টিং কলোনির নিজ বাসায় বিষপান করে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রিপন টিকিট প্রিন্টিং কলোনি এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
×