ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে ২৫৬ পরিবারে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:১২, ২৪ জানুয়ারি ২০১৬

বোয়ালমারীতে ২৫৬ পরিবারে বিদ্যুত সংযোগ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ জানুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়োগাঁ বাজার এলাকা ও চরশেখর গ্রামের ২৫৬ পরিবার নতুন বিদ্যুত সংযোগ পেয়েছে। শনিবার নতুন বিদ্যুত সংযোগ লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুর রহমান। এ সময় ডোলভিটায় ইউনিয়ন আ’লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বোয়ালমারী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, উপজেলা আ’লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, সহকারী অধ্যাপক মজনু মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম জাহিদা বেগম, এজিএম মেহেদী মাসুদ প্রমুখ। লিয়াকত সভাপতি মুকুল সম্পাদক নেত্রকোনা আইনজীবী সমিতি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রবীণ আইনজীবী লিয়াকত আলী খান সভাপতি এবং আমিনুল হক খান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) যুগ্ম-সম্পাদক পদে আজহারুল ইসলাম খান, লাইব্রেরি সম্পাদক আবুল মনসুর, অডিটর আব্দুর রশিদ, সাংস্কৃতিক ও চিত্তবিনোদন সম্পাদক শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ মজিদ, সুলতান উদ্দিন আহম্মেদ, শামীম আহম্মেদ, মোশারফ হোসেন তমাল এবং এনামুল হক মোর্শেদ বেগ। বগুড়ায় ডিজিটাল মেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচীর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে বগুড়ায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা ও বিজ্ঞান মেলা একই সঙ্গে শুরু হয়েছে। শনিবার সকালে জিলা স্কুল মাঠে এবং স্কুলের কয়েকটি কক্ষে এই দ্বৈত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ডিজিটাল উদ্বোধনী মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ৫৫টি স্টলে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের তথ্যচিত্র ও উদ্ভাবন উপস্থাপিত হয়।
×