ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের শ্রেষ্ঠ দেশের তালিকার এক নম্বরে জার্মানি

প্রকাশিত: ০৪:১০, ২৪ জানুয়ারি ২০১৬

বিশ্বের শ্রেষ্ঠ দেশের তালিকার এক নম্বরে জার্মানি

আমেরিকা, কানাডা, জাপানকে পেছনে ফেলে বিশ্বের শ্রেষ্ঠ দেশের তালিকার এক নম্বরে উঠে এলো জার্মানি। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোর একটা তালিকা প্রকাশ করেছে। আর প্রথম বারেই সেই তালিকায় এক নম্বরে এসে চমকে দিয়েছে জার্মানি। মূলত সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক প্রভাবকে অগ্রাধিকার দিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। মাথায় রাখা হয়েছে নাগরিক স্বাচ্ছন্দ্যের বিষয়টিকেও। এক নম্বরে জার্মানি থাকলেও খুব একটা পিছিয়ে নেই আমেরিকা ও জাপানের মতো দেশগুলোও। -অর্থনৈতিক রিপোর্টার ১ ডলারে পাওয়া যাচ্ছে ৮৩ রুবল জ্বালানি তেলের দরপতনের কারণে ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুশ মুদ্র্রা রুবলের মান। বর্তমানে ১ ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৩ রুবল। এর আগে ১ ডলারের বিপরীতে রুশ মুদ্রার মান নেমেছিল ৮৬ রুবলে। জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলে রুবলের দরপতনও অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি তেলের দরপতনে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে তেল রফতানি নির্ভর অর্থনীতির দেশ রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি তেলের দরপতনে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তবে ক্রেমলিন বলছে, মুদ্রার মান এখনও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণেই আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×