ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলিতে ফল আমদানি বন্ধ ॥ রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত: ০৪:০৯, ২৪ জানুয়ারি ২০১৬

হিলিতে ফল আমদানি বন্ধ ॥ রাজস্ব হারাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফল আমদানি বন্ধ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চাকা অনুযায়ী পণ্যের শুল্কায়ন আহরণের পদ্ধতি চালু করার ফলে বন্দর দিয়ে দেড় বছর ধরে সব ধরনের ফল আমদানি বন্ধ রয়েছে। এতে করে বন্দরের কাক্সিক্ষত রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কাস্টমস কর্তৃপক্ষও তাদের নির্ধারিত রাজস্ব আয়ের টার্গেট পূরণে বার বার ব্যর্থ হচ্ছে। ফল ব্যবসায়ীরা জানান, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধ রেখেছে। অপরদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, আমদানিকারকরা ফল আমদানি করলে সঠিকভাবে পণ্যের ওজন করে তারা যে পরিমাণ পণ্য আমদানি করবেন, সে পরিমাণ পণ্যেরই রাজস্ব নেয়া হবে। বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দরের সঙ্গে ভারতের হিলি বন্দরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল হওয়ায় আমদানিকৃত পণ্য অতিসহজেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এছাড়াও হিলি স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থা ভাল। যোগাযোগ ব্যবস্থার কারণে আমদানিকৃত ফল অতিসহজেই বাজার ধরতে পারায় ব্যবসায়ীরা দামও ভাল পেয়ে থাকেন। এসব কারণে আমদানিকারকদের কাছে তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে হিলি স্থলবন্দর। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, স্থলবন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী শুল্কায়নের পদ্ধতি চালু রয়েছে। এর ফলে একজন আমদানিকারক একটি ছয় চাকার গাড়িতে পাঁচ টন ফল আমদানি করলেও সে গাড়ির চাকা অনুযায়ী ১৪ টন হিসেবে শুল্কায়ন করে রাজস্ব আদায় করা হবে। এতে আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রেখেছেন।
×