ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএমবিএর সভাপতি ছায়েদুর সম্পাদক খায়রুল

প্রকাশিত: ০৪:০৭, ২৪ জানুয়ারি ২০১৬

বিএমবিএর সভাপতি ছায়েদুর সম্পাদক খায়রুল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক মোঃ ছায়েদুর রহমান। আর সম্পাদক হয়েছেন এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। রাজধানীর লেকশোর হোটেলে শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৬-১৭ মেয়াদের জন্য তাদের নির্বাচিত করা হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও নাসরিন সুলতানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান। ২০১৬-১৭ মেয়াদের জন্য নির্বাচিত নতুন কমিটিতে সদস্য হয়েছেন এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন এফসিএ, সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী, বিএমএসএল ইনভেস্টমেন্টের সিইও রিয়াদ মতিন, সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেডের সিইও মোফাখখারুল ইসলাম ও এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী মোঃ গোলাম সারোয়ার ভুঁইয়া। দর হারানোর তালিকায় এ ক্যাটাগরির প্রাধান্য অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর হারানোর তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানির প্রাধান্য রয়েছে। তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৭টিই ‘এ’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলোÑ সামিট এ্যালায়েন্স পোর্ট, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, আমান ফিড, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং। এরমধ্যে শীর্ষে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির ইউনিটপ্রতি দর কমেছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন ৪ লাখ ১৭ হাজার ৬০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৮৮ হাজার টাকা। দর হারানোর তালিকায় শীর্ষে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির ইউনিটপ্রতি দর কমেছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সামিট এ্যালায়েন্স পোর্টের ১২ দশমিক ৯৩ শতাংশ দর কমেছে। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দর ১২ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২৩ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা। দর হারানো কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেরিজের ৯ দশমিক ৩৪ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ০৭ শতাংশ, আইপিডিসির ৯ দশমিক ০১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ৮ দশমিক ৪৭ শতাংশ।
×