ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতে যবুথুবু উত্তরাঞ্চলের জনজীবন

প্রকাশিত: ২১:৪৬, ২৩ জানুয়ারি ২০১৬

শীতে যবুথুবু উত্তরাঞ্চলের জনজীবন

স্টাফ রির্পোটার,নীলফামারী ॥ মাঘের শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে নীলফামারী সহ বৃহত্তর রংপুর অঞ্চলের আট জেলার জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছে চরম দুর্ভোগে। আজ শনিবার শীতের দাপটে হাট-বাজার, রাস্তাঘাট ফাঁকা থাকায় এক ধরনের নীরবতা নেমে এসেছে গোটা অঞ্চলে। গত বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে নীলফামারী সহ এ অঞ্চলে শীতের প্রকট বৃদ্ধি পেতে থাকে। দেখা নেই সুর্য্যরে। বৃষ্টির মতো শিশিরপাতের কুয়াশায় ভিজিয়ে দিয়ে চলেছে সবকিছু। সাথে উত্তুরী হাওয়ায় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার এ অঞ্চল শৈত্য প্রবাহে অচল হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
×