ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাফ নদীতে বিজিবির ট্রলার ডুবি ঘটনায় আটক-২

প্রকাশিত: ২০:৪৫, ২৩ জানুয়ারি ২০১৬

নাফ নদীতে বিজিবির ট্রলার ডুবি ঘটনায় আটক-২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে নাফনদীতে চোরাচালানিদের ট্রলারের ধাক্কায় বিজিবির টহলদলের ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার ট্রলার মালিক ও মাঝিকে আটক করা হয়েছে। এরা হলেন, নাইট্যংপাড়ার আমিন উল্লাহর পুত্র মোক্তার আহমদ ও কেরুনতলীর মো: শরীফের পুত্র মো: সাদেক। তবে নদীতে হারিয়ে যাওয়া এসএমজি রাইফেল ও গুলি ভর্তি ৩টি ম্যাগজিন উদ্ধারকল্পে তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশী যাত্রী নিয়ে মিয়ানমার থেকে আসা একটি ট্রলার বন্দর সংলগ্ন কেরুনতলী এলাকায় পৌঁছলে চোরাই পণ্য থাকার খবর পেয়ে দমদমিয়া বিওপির ল্যান্স নায়েক আবুল কালামের নেতৃত্বে ৩ সিপাহী একটি ইঞ্জিন নৌকা নিয়ে তল্লাশী করতে কাছাকাছি গেলে ওই ট্রলারের ধাক্কা দিয়ে বিজিবির নৌকাটি নদীতে ডুবিয়ে দেয়। কোস্টগার্ড সদস্যরা ছুটে গিয়ে বিজিবি সদস্যদের উদ্ধার করে। এতে বিজিবির একটি এসএমজি রাইফেল ও ৯০ রাউন্ড গুলি নদীতে পড়ে যায়।
×