ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের এসডিজি পরামর্শক ড. ইউনূস

প্রকাশিত: ০৮:৩১, ২৩ জানুয়ারি ২০১৬

জাতিসংঘের  এসডিজি পরামর্শক ড. ইউনূস

বিডিনিউজ ॥ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রচারে সহযোগিতার জন্য সংস্থার মহাসচিব বান কি মুন ১৫ জনের পরামর্শক প্যানেল ঘোষণা করেছেন, যাদের মধ্যে বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ড. ইউনূসও রয়েছেন। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এর আগে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক পরামর্শক দলে ছিলেন। এমডিজির মেয়াদ শেষ হওয়ায় গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ২০১৬ থেকে পরবর্তী ১৫ বছরের জন্য এসডিজি নামে নতুন উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেন বিশ্ব নেতারা। দারিদ্র্য নির্মূল, অসাম্যের বিরুদ্ধে লড়াই ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে সামনে রেখে এসডিজিতে ১৭টি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে কার্যক্রম জোরদার করতে পরামর্শকরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে জাতিসংঘ আশা প্রকাশ করেছে। টেকসই উন্নয়ন এজেন্ডাকে সামনে তুলে ধরার পাশাপাশি এসডিজির সমন্বিত রূপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়নে অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে তারা কাজ করবেন।
×