ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারি অফিসে আগুন

প্রকাশিত: ০৮:২০, ২৩ জানুয়ারি ২০১৬

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারি অফিসে আগুন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ জানুয়ারি ॥ শুক্রবার রাত পৌনে নয়টায় না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি কোম্পানির নির্মাণাধীন ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সার্কেল বিদ্যুত কেন্দ্রের ঠিকারদারি প্রতিষ্ঠান আইসোল্যাক্সের লোহার স্ট্রাকচারের তৈরি দোতলা অফিস ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, ম-লপাড়া ও ঢাকার ডেমরার ছয়টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা প্রহরী ও অফিসের লোকজন অবশ্য সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়নি। এ সময় দেড় ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন জানান, আগুনে ৮০ ফুট -- ৬০ ফুটের এ ভবনটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের করণে অগ্নিকা-ের সূত্রপাত। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, রাত সোয়া দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×