ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাক্স-আরটিভি স্টার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:১৫, ২৩ জানুয়ারি ২০১৬

লাক্স-আরটিভি স্টার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ উপস্থাপনাগত কিছু জটিলতা ও ত্রুটি ছাড়া বেশ ভালভাবেই সম্পন্ন হলো আরটিভির স্টার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। পঞ্চমবারের মতো আয়েজিত এ আসরের সঙ্গে যুক্ত হয়েছে লাক্স। সেজন্য কিছুটা হলেও কড়াকড়ি দেখা গেল রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনের অনুষ্ঠানের প্রবেশমুখে। কিন্তু অতিথিদের জন্য নির্দিষ্ট আসনে বসা ও তদারকির বিষয়টি ভালো হলো না। কিছুটা অগোছালো এই আয়োজনটির শুরু হয় আয়োজক কর্তৃপক্ষের নিজেদের প্রশংসার মাধ্যমে। তবে শিল্পীদের মূল্যায়নের এই ধরনের আয়োজন করে তারা তা করতেই পারে। সেটা মেনে নেয়াও যায়। তবে যে জন্য এ আয়োজন সে বিষয়ে আরও যতœশীলতা প্রত্যাশা ছিল দর্শক তথা অতিথিদের। দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারার মেলা বসে এবারের লাক্স-আরটিভি স্টার এ্যাওয়ার্ডে। গুণী শিল্পীরা প্রশংসার আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরামর্শও দেন। আরটিভির এ আয়োজন ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের আরও ভাল কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। এদিকে আরটিভিতে ২০১৫ সালে প্রচার হওয়া সকল নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। এবার আজীবন সম্মাননা দেয়া হয় সৈয়দ হাসান ইমামকে। পাশাপাশি ছিল বাংলাদেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা। অনুুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেনÑ রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, তাহসান, নৃত্য পরিবেশন করেন পরিমনি, বিদ্যা সিনহা মীম, অপি করিম, তারিন, মেহজাবিন, সজল, মৌসুমী হামিদ, ভাবনা। এবার পুরস্কার পেয়েছেন এটিএম শামসুজ্জামান, মৌ, রিয়াজ, মাহফুজ, প্রভা, হাসিন, নিশো, রামিজ রাজু।
×