ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিল্লী নাট্যোৎসবে চন্দ্রকলার দুই নাটক

প্রকাশিত: ০৭:১৩, ২৩ জানুয়ারি ২০১৬

দিল্লী নাট্যোৎসবে চন্দ্রকলার দুই নাটক

স্টাফ রিপোর্টার ॥ ভারত বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন ও ভাব আদান প্রদানের ধারাবাহিকতায় দুই দেশে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন হয়ে থাকে। মঞ্চনাটকই এই ধারাবাহিকতা বজায় রেখেছে। ওপার বাংলার নাট্যদলগুলো যেমন নিয়মিত বাংলাদেশে আসছে, তেমনি বাংলাদেশের জনপ্রিয় নাট্যদলগুলো নিয়মিতই ওপার বাংলায় নাটক মঞ্চায়ন করতে যায়। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের অন্যতম তারুণ্যদীপ্ত নাট্যদল চন্দ্রকলা থিয়েটার ভারতের ১১তম আন্তর্জাতিক নাট্যোৎসবে দুটি নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। দলসূত্রে জানা গেছে দিল্লীর জমশেদ নগরে অনুষ্ঠিত ওই উৎসবে অংশ নিতে চন্দ্রকলা থিয়েটারের ১৫ সদস্যের একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রকলা থিয়েটারের প্রধান এইচ আর অনিক। ওই নাট্য উৎসবে আগামী ২৬ জানুয়ারি দিল্লীর স্থানীয় মহাত্মা গান্ধী মঞ্চে নতুন প্রযোজন নাটক ‘মানুষ’ এবং ২৭ জানুয়ারি রাজীব গান্ধী মঞ্চে মৌলিক হাস্যরসাত্মক প্রযোজন ‘তামাশা’ নাটকের মঞ্চায়ন হবে। দলে এবারের নাট্যভ্রমণে যুক্ত হচ্ছে নতুন প্রযোজনা ‘মানুষ’। ওই দিন ‘মানুষ’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। আর ‘তামাশা’ নাটকটির ৪৪তম মঞ্চায়ন হবে বলে জানা গেছে। দুটি নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। দুটি নাটক নিয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবে যাওয়ার আগে শুক্রবার বিকেলে এইচ আর অনিক জনকণ্ঠকে বলেন, যে কোন আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করা এক ধরনের চ্যালেঞ্জ। কেননা, সেখানে বিভিন্ন দেশের স্বনামধন্য নাট্যদল অংশ নেয় এবং অনেক ভালমানের নাটক মঞ্চায়ন হয়। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করে। সে অর্থে আমাদের দুটি নাটকেই বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছি। যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশের শিক্ষা ও সংস্কৃতির নানা চিত্র তুলে ধরা হয়েছে। নাটকের সফল মঞ্চায়নের জন্য আমরা কঠোর অনুশীলন করেছি। আশা করি, এবারও সফল্যের সঙ্গেই আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারব। দলের নতুন প্রযোজনা ‘মানুষ’ নাটকটির কাহিনী প্রসঙ্গে অনিক বলেন, এ নাটকে আবর্তিত হয়েছে, সৃষ্টির সেরা-জীব মানুষ দ্বারা বর্তমান পৃথিবী ক্ষতিগ্রস্ত হওয়ার নানা চিত্র। যান্ত্রিক মানুষ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে মানুষেরই ইশারায়। মানুষ কতটা নিজের ক্ষতি করছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশকে, সমাজকে, পৃথিবীকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অপরদিকে ‘তামাশা’ নাটকটি গড়ে উঠেছে পুরনো ঢাকার ভাবাবেশে। কমেডি ক্যাপসুলখ্যাত দর্শকপ্রিয় এ নাটকটি রঙ্গ-রসাত্মক ঢংয়ে শৈল্পিক চিত্তরসে নির্মিত হয়েছে। নাটকটি ঢাকার মঞ্চে অনেকটাই জনপ্রিয়। দুটি নাটকে অভিনয় করেন আব্দুল আহাদ, ইব্রাহিম, আনিস, মলি, আবদুল মান্নান, শাহীন, শুভ, মিঠু, রিমন, আল আমিন, সাদ্দাম, ফয়সাল এবং এইচ আর অনিক। প্রসঙ্গত, গত বছর ১০ম আন্তর্জাতিক নাট্যৎসবে ৬টি দেশের মধ্যে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার প্রম স্থান অধিকার করে তাৎপর্যপূর্ণ পাঞ্চাল এওয়ার্ড পায়।
×