ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত

প্রকাশিত: ০৭:০৫, ২৩ জানুয়ারি ২০১৬

পঞ্চম নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে  পাঠাল ভারত

দেশের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র সতীশ ধবন কেন্দ্র থেকে এই উপগ্রহ বুধবার মহাকাশে পাঠানো হয়েছে। আইআরএনএসএস-১ই নামে এই উপগ্রহ মহাকাশে যাওয়ার ফলে আর কয়েক মাসের মধ্যে ভারত লঞ্চ করতে পারবে নিজস্ব জিপিএস ব্যবস্থা। কোন অচেনা জায়গায় নির্দিষ্ট ঠিকানা খুঁজে পৌঁছে যাওয়ার জন্য জিপিএস প্রযুক্তির জুড়ি নেই। স্মার্ট ফোন বা গাড়ির জিপিএস ব্যবস্থা ব্যবহার করে অচেনা গন্তব্য খুঁজে নিতে এখন কোন সমস্যাই হয় না। এ ছাড়া জাতীয় নিরাপত্তা, সংবেদনশীল এলাকায় নজরদারি, সীমান্ত সুরক্ষাসহ নানা কাজে জিপিএস এখন অপরিহার্য। ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশকেই মার্কিন জিপিএস ব্যবস্থার সাহায্য নিতে হয়। কিন্তু ইসরো ২০১৩ সাল থেকেই দেশের নিজস্ব জিপিএস ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করে দেয়। ওই বছরই আইআরএনএসএস-১এ নামে একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল। তার পর মহাকাশে যায় পর পর আরও তিনটি উপগ্রহ। ইসরো সূত্রের খবর, দেশের নিজস্ব জিপিএস ব্যবস্থা গড়ে তোলার জন্য চারটি উপগ্রহ পাঠানোই যথেষ্ট। কিন্তু এই ব্যবস্থাকে প্রায় ১০০ শতাংশ নিখুঁত করার জন্য মোট ৭টি উপগ্রহ পাঠাচ্ছে ভারত। বুধবার পিএসএলভি-সি৩১ মহাকাশযানে করে পঞ্চম উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। বাকি দুটি আগামী দু’মাসের মধ্যেই মহাকাশে স্থাপন করা হবে বলে ইসরো জানিয়েছে। দেশের মহাকাশ বিজ্ঞানীদের দাবি, ৭টি উপগ্রহ নিয়ে যে জিপিএস ব্যবস্থা ভারত লঞ্চ করতে চলেছে কয়েক মাসের মধ্যেই, তা আমেরিকার জিপিএস ব্যবস্থার সমান দক্ষ হবে। খুব কঠিন লোকেশন খুঁজে পেতেও সমস্যা হবে না এই ব্যবস্থায়। উপগ্রহ নিয়ন্ত্রিত এই ব্যবস্থা যে কোন গন্তব্যের ২০ মিটারের মধ্যে পৌঁছে দিতে পারবে ব্যবহারকারীকে। সর্বাধুনিক এবং ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থা লঞ্চিং-এর আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য ইসরো। আনন্দবাজার
×