ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিছানা থেকে নামাবে ঘড়ি

প্রকাশিত: ০৭:০৪, ২৩ জানুয়ারি ২০১৬

বিছানা থেকে নামাবে ঘড়ি

সকালে সময়মতো ঘুম থেকে না উঠতে পারার ভোগান্তি অনেক। তাই অনেকেই সকালে সময়মতো ওঠার জন্য এ্যালার্ম ঘড়ি ব্যবহার করে থাকেন। কিন্তু এ্যালার্ম ঘড়ি সময়মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে বিছানা থেকে নামাতে পারে না। কেননা এ্যালার্ম ঘড়ি সহজেই সুইচ টিপে বন্ধ করার সুবিধা থাকায়, অনেকে ঘড়ির এ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। তবে এবার যেই নতুন এ্যালার্ম গ্যাজেট তৈরি করা হয়েছে, এটি ঘুম ভাঙ্গার পর বিছানা থেকে নামিয়ে ছাড়বে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কানাডার একটি প্রতিষ্ঠান সম্প্রতি মাদুর আকৃতির গ্যাজেট তৈরি করেছে এবং এটি এ্যালার্ম সুবিধার। ‘রগি’ নামক এই গ্যাজেটটি মাদুরের মতো ঘরের মেঝেতে রেখে দিতে হবে। এটি কাউকে ঘুম ভাঙ্গিয়ে বিছানা থেকে নামাতে বাধ্য করবে, কারণ এতে এ্যালার্ম বাজার পর বিছানা থেকে নেমে এসে না দাঁড়িয়ে থাকা পর্যন্ত এর এ্যালার্ম বন্ধ হবে না। শুধু তাই নয়, এতে মেমোরি ও বিল্ট-ইন স্পিকার থাকায়, এর ওপর দাঁড়িয়ে থাকাকালীন সময়ে সকালের ঘুম ওঠার বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জানাবে। বর্তমানে কিকস্টারটার ওয়েবসাইটটের মাধ্যমে এই গ্যাজেটির তহবিল সংগ্রহের কাজ চলছে। বাজারে আসার পর ‘রগি’ নামক নতুন এই এ্যালার্ম গ্যাজেটটির মূল্য প্রায় ৯৯ ডলার হতে পারে বলে জানা গেছে।
×