ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা মোবাইল গেমগুলো

প্রকাশিত: ০৭:০৪, ২৩ জানুয়ারি ২০১৬

সেরা মোবাইল গেমগুলো

দ্য রুম থ্রি ॥ গা ছমছমে আবহাওয়ার এ্যাডভেঞ্চার ধাঁচের এই গেইমটিতে ধাঁধাঁর স্বাদ পান গেইমাররা। বিষাক্ত রুম, কড়া খোলা, সুইচ অন-অফ, দরজার তালা খোলার মধ্য দিয়ে একের পর এক রহস্যজট খুলতে হয় এতে। ভূতুড়ে ওই গেইমটি তালিকার দশম অবস্থানে স্থান করে নিয়েছে। ‘লুমিনো সিটি’ (স্টেট অফ প্লে) ॥ স্টেট অফ প্লে-এর লুমিনো সিটি গেইমটি গেইমারকে নিয়ে যাবে এক অদ্ভুত কাগজের দুনিয়াতে। সত্যিই এই গেইমের সবকিছুই কাগজের তৈরি। কাগজের এই দুনিয়াতে মজার ও রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় গেইমারকে। ফলআউট শেল্টার ॥ যারা ব্যবস্থাপনা জাতীয় গেইম পছন্দ করেন তাদের জন্যই তৈরি ফলআউট শেল্টার গেইমটি। চলতি বছর তিন সংবাদ সম্মেলনে বিনামূল্যের ফলআউট মোবাইল গেইম প্রকাশিত হওয়ার পর তা গেইমারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আলফাবিয়ার (স্প্রে ফক্স) ॥ স্মার্টফোনে তো অনেক ওয়ার্ড গেইমই থাকে, এর মধ্যে কেবল এই গেইমটি ইয়াহু-এর তালিকায় আছে। এর কারণ গেইমটিতে থাকা আদূরে কিছু ভাল্লুক, প্রতিদিনের চ্যালেঞ্জ আর ক্ষমতা বাড়ানোর মজার কিছু কৌশল। অল্টো’স এ্যাডভেঞ্চার (স্নোম্যান) ॥ স্নোবোর্ড নিয়ে এ্যাডভেঞ্চারে বেড়িয়ে পড়া অল্টোর গতি, লাফিয়ে বাধা অতিক্রম করা আর হরিণ শিকারের সঙ্গে মসৃণ গেইমপ্লে, রহস্য আর গ্রাফিক্সের কারণে এটি স্পোর্টি মোবাইল গেইম হিসেবে বছর সেরার তালিকায় উঠে এসেছে। ইউ মাস্ট বিল্ড এ বোট (এইটটিএইট গেইম) ॥ নাম শুনেই অনেকটা ধারণা পাওয়া যায় গেইমটি সম্পর্কে। এই গেইমে প্রতি ঘণ্টায় একটু একটু করে একটি নৌকা তৈরি হবে। আধুনিক ডিজাইন কিন্তু পুরনো ধাঁচের এই গেইমটি বেশ মজার। প্রুন (পলিকালচার) ॥ নতুনত্বের স্বাদ নিয়ে আসা প্রুন গেইমটি ২০১৫ সালে আলোড়ন ফেলে দিয়েছে। প্রকৃতি, আর পদার্থবিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটেছে এ গেইমটিতে। গেইমটি অপূর্ব সুর আর অসাধারণ গ্রাফিক্স জাগিয়ে মস্তিষ্কের স্নায়ুগুলোকে উত্তেজিত করে তোলে বলে জানিয়েছে ইয়াহু। নতুনত্বের স্বাদ নিয়ে আসা প্রুন গেইমটি ২০১৫ সালে আলোড়ন ফেলে দিয়েছে। প্রকৃতি, আর পদার্থবিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটেছে এ গেইমটিতে। গেইমটি অপূর্ব সুর আর অসাধারণ গ্রাফিক্স জাগিয়ে মস্তিষ্কের স্নায়ুগুলোকে উত্তেজিত করে তোলে বলে জানিয়েছে ইয়াহু। ‘ডাউনওয়েল’ (মপিন, ডেভেলভার ডিজিটাল) ॥ সাবধান! জোম্বি আর দানবে ভরা এক কুয়াতে পড়ে গেছেন আপনি। কিন্তু ভয় পাবেন না এই শত্রুদের মোকাবেলা করতে আপনার কাছে বন্দুক আর নানা রকম ক্ষমতা আছে। এমনই এক কাহিনী নিয়ে তৈরি এই গেইম শুরু করলে শেষ না করা পর্যন্ত থামতে ইচ্ছা করে না। ‘হার স্টোরি’ (স্যাম বারলো) ॥ ফুল-মোশন ভিডিও গেইমগুলো সাধারণত খুব একঘেঁয়ে ও বিরক্তিকর হয়। কিন্তু হার স্টোরি গেইমটি সত্যিই একদম অন্যরকম। খুনের রহস্য সমাধানের জন্য একজন সত্যিকার গোয়েন্দার মতো ভাবতে শুরু করবেন গেইমার। গোপনীয়তায় ভরা রহস্যময়ী অভিনেত্রী চরিত্রটির ভিডিও ক্লিপগুলো মুগ্ধ করার মতো। ‘লারা ক্রফট গো’ (স্কয়ার এনিক্স মন্ট্রিয়াল) ॥ এ্যাকশন ও সারভাইভাল গেইম টুম্ব রেইডারের লারা ক্রফটের কথা নিশ্চই মনে আছে? সেই গেইমটিকে স্ট্র্যাটিজিক গেইমে রূপান্তর করা গেলে কেমন হতে পারে? এমনটাই করেছে স্কয়ার এনিক্স মন্ট্রিয়ালের দল। অসাধারণ গ্রাফিক্সে জটিল পাজল আর কমব্যাট নিয়ে লারা ক্রফট হাজির হবে গেইমারের মোবাইল স্ক্রিনে। গেইমটি খেললেই বোঝা যাবে তালিকার শীর্ষে এর স্থান পাওয়ার কারণ। আইটি ডটকম ডেস্ক
×