ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিক্সিং প্রশ্নে ম্যাথুস

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৬

ফিক্সিং প্রশ্নে ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ ও দুই ক্রিকেটারসহ মোট চারজনকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে পুলিশী তদন্তের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ না করায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বর্তমান অধিনায়ক এ্যাঞ্জেলো মাথুস। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এফসিআইডি) তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ক্রিকেটারদের আচরণ নিয়ে কথা বলা হয়েছে, অথচ কি অপরাধÑ সেটিই পরিষ্কার নয়! এফসিআইডি তদন্ত সরাসরি সরকারের মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছে। সেটিই পরে ক্রীড়া বিভাগ হয়ে এসএলসিতে এসেছে। বিষয়টা কেমন রুদ্ধদ্বার এবং গোলমেলে। শ্রীলঙ্কান ক্রিকেটের ভালর জন্যই সবকিছু সামনে আসা উচিত। যাতে ফিক্সিং প্রতিরোধে কাজ করা যায়’।
×