ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএলের দু’টি ম্যাচই ড্র

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৬

বিসিএলের দু’টি ম্যাচই ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দু’টি খেলাই ড্র হয়েছে। শুক্রবার চতুর্থ ও শেষদিনে কুয়াশা ও আলোর স্বল্পতায় খেলা বিঘিœত হয়েছে। প্রথম দিন থেকেই বৃষ্টির বাগড়া ছিল এবং দ্বিতীয় দিন পুরোটাই ভেসে গেছে বৃষ্টির কারণে। তৃতীয় দিনেও পুরোটা সময় খেলা হয়নি। তাই নিশ্চিতই হয়ে গিয়েছিল ম্যাচের নিষ্পত্তি হওয়াটা কঠিন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি চতুর্থ দিনে কোন খেলাই হয়নি। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল ২১৪ রানে গুটিয়ে যাওয়ার পর উত্তরাঞ্চল তৃতীয় দিনশেষে ৩ উইকেটে ৫৯ রান তুলেছিল। চতুর্থ দিনে ওই রান নিয়েই ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। কিন্তু কুয়াশা ও আলোর স্বল্পতায় আর কোন খেলাই হয়নি। ফলে নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। চতুর্থ দিন বিলম্বে খেলা শুরুর পর ২৪ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায়। মোহাম্মদ মিঠুন ৭৮ ও ফরহাদ রেজা ৪৫ রান করেন। শরীফুল্লাহ ২৭ রানে ৪টি এবং শহীদুল ইসলাম ও শুভাগত হোম ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৮১ রান করা ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান তোলার পর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। এ ম্যাচটিও ড্র হয়ে যায়।
×