ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্টে আমলা ও কুকের সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৬

সেঞ্চুরিয়ন টেস্টে  আমলা ও কুকের  সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ জোড়া সেঞ্চুরির সৌজন্যে সেঞ্চুরিয়ন টেস্টের শুরুটা দারুণ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। প্রথম দিন এ রিপোর্ট লেখার সময় ৭০ ওভারে ৩ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ২৫১ রান। ১০৯ রান করে আমলা আউট হলেও ১০৭ রান নিয়ে ব্যাট করছিলেন এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা স্টিফেন কুক। টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০ রান করে ডিন এলগার সাজঘরে ফিরলেও কুক-আমলা মিলে দুর্দান্ত ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫৩ ওভারে ২০২ রান যোগ করেন তারা। ২০৮ বলে ১৩ চারের সাহায্যে অভিষেকেই সেঞ্চুরি পান ২৯ বছর বয়সী কুক। আমলার ইনিংসটা আক্রমণাত্মক। সদ্য নেতৃত্ব ছাড়া এই তারকা ১৯টি চারের মার মারেন। সম্প্রতি ব্যাট হাতে বড় দুঃসময় যাচ্ছিল আমলার। কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাকে নিয়ে কানাঘুষাও শুরু হয়ে গিয়েছিল। সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ১৩ ইনিংসে মাত্র একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন। সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভাগ্য ফেরেনি তার এবং দলের। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে আমলা ১৫.০০ গড়ে করতে পেরেছেন মাত্র ১৫০ রান। সর্বোচ্চ ৪৩ রানের একটি ইনিংস খেলতে পেরেছেন। আবার সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি২০ ম্যাচগুলোতেও একইভাবে বাজে ফর্মের মধ্যে আছেন আমলা। আর দলের আবারও পরাজয়। তাই দ্বিতীয় টেস্টে দারুণ চাপের মুখেই ছিলেন তিনি। সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান আমলা। তৃতীয় টেস্টে খেলেন আরেকটি ডাবল সেঞ্চুরির ইনিংস। ২০১ রান করে শুধু নিজেকেই ফিরে পাননি বরং একই সাথে দলকেও বড় চাপ থেকে মুক্ত করে পরাজয় থেকে বাঁচিয়েছেন (ড্র)। এরপর নির্ভার হয়ে ব্যাটিংয়ের লক্ষ্যে নেতৃত্ব ছাড়েন। ফলটাও এল হাতেনাতে। যদিও আগেই সিরিজ হাতছাড়া হওয়ায় এটি কেবলই আনুষ্ঠানিকতার টেস্ট।
×