ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৫-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘সাউথ এশিয়ান গেমস’-এর খেলা ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়। নির্বাচিত ২৩ খেলোয়াড়কে আগামী রবিবার দুপুর ১২টায় আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীসহ সাভারের জিরানির বিকেএসপিতে দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর কাছে রিপোর্ট করতে হবে। দলে আছেন তিন সিনিয়র খেলোয়াড়। এরা হলেন রেজাউল করিম, জামাল ভুঁইয়া এবং নাবিব নেওয়াজ জীবন। ফুটবলে বাংলাদেশের যেসব সাফল্য, তার মধ্যে রয়েছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের শিরোপা। যাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। গ্রুপ ম্যাচে তারা নেপালকে ৩-০, ভুটানকে ৪-০ এবং মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং সেমিতে ওঠে। সেখানে তারা ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বাংলাদেশ আফগানিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছরের নবেম্বর পর্যন্ত জানা ছিল এসএ গেমস আসরের ফুটবলে অংশ নেবে সিনিয়র বা জাতীয় দল। পরে জানা যায়, নতুন ও ভিন্ন তথ্যÑ বাফুফেকে আয়োজক কর্তৃপক্ষ অবহিত করে এসএ গেমস ফুটবলে সিনিয়র দল নয়, পাঠাতে হবে জাতীয় বয়সভিত্তিক দল। এখন দেখার বিষয় গত আসরের শিরোপা এবারও ধরে রাখতে পারে কি না বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল ॥ গোলরক্ষক : রাসেল মাহমুদ, আনিসুর রহমান, মো. রাজীব; রক্ষণভাগ : তপু বর্মণ, রায়হান হাসান, ইয়াসিন খান, রেজাউল করিম, শাকির আহমেদ, টুটুল হোসেন বাদশা; মধ্যমাঠ : ইউসুফ সিফাত, জামাল ভুঁইয়া, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, ওমর ফারুক বাবু, শাহেদুল আলম শাহেদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আতিকুর রহমান ফাহাদ; আক্রমণভাগ : জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন ও তকলিস আহমেদ।
×