ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিতেই চলেছেন সেরেনা-শারাপোভা

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জানুয়ারি ২০১৬

জিতেই চলেছেন সেরেনা-শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা, আমেরিকার সেরেনা উইলিয়ামস, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং বেলিন্ডা বেনচিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শারাপোভা শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ জিতে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন। ক্যারিয়ারের ৬০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি। বছরের প্রথম গ্র্যান্ডসøামের তৃতীয় রাউন্ডে শারাপোভা হারিয়েছেন আমেরিকান লরা ডেভিসকে। কঠিন লড়াইয়ে রাশিয়ান তারকা ৬-১, ৬-৭ (৫) এবং ৬-০ গেমে হারান প্রতিপক্ষকে। তবে জয়টা সহজে আসেনি তার। দুই ঘণ্টা ১৪ মিনিটের কঠিন লড়াই শেষেই জয়ের হাসি হাসেন তিনি। ম্যাচ শেষে আনন্দে উদ্বেলিত শারাপোভা। এ বিষয়ে রাশিয়ান তারকা বলেন, ‘আমি খুবই খুশি যে বছরের প্রথম গ্র্যাসøামের চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে পেরেছি। জয়টা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। গ্র্যান্ডসøামের পরিবেশে জয় পাওয়াটা খুব কঠিন। এখানে কেউ কাউকে একবিন্দু ছাড় দেয় না। খুব ভাল লাগছে ৬০০তম ম্যাচ জিততে পেরে।’ চতুর্থ রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় বেলিন্ডা বেনচিচ। অস্ট্রেলিয়ান ওপেনে ১২তম বাছাই হিসেবে খেলতে নেমেছেন বেলিন্ডা বেনচিচ। অথচ তার বয়স মাত্র ১৮। এই বয়সেই চমকে দিয়েছেন টেনিস বিশ্বকে। গত মৌসুমে দুটি ডব্লিউটিএ টুর্নামেন্ট নিজের করে নিয়েছেন। যার মধ্যে রয়েছে টরেন্টো। যেখানে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা সেরেনা উইলিয়ামসকেও পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। তাই বেনচিচের বিপক্ষে চতুর্থ পর্বের লড়াইটা যে শারাপোভার জন্য বেশ কঠিন হবে সেটা অনুমিতই। মাশা নিজেও স্বীকার করেছেন তা। যে কারণে সতর্ক থেকেই কোর্টে নামতে হবে তাকে। এ বিষয়ে পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ের মালিক শারাপোভা বলেন, ‘হ্যাঁ, সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড় সে। যে নাকি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। গত বছর তো অনেক শীর্ষ সারির খেলোয়াড়কেই পরাজিত করেছে সে। তাই চতুর্থ পর্বের লড়াইটা কঠিন হবে। তাছাড়া আমরা এর আগে একে অন্যের মুখোমুখি হয়নি। তবে আমি নিশ্চিত যে সামনে আমরা আরও অনেক খেলার সুযোগ পাব। যেই জিতুক না কেন আশাকরি উপভোগ্য একটি ম্যাচই হবে।’ তবে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে জিতলেও শারাপোভার বড় বাধাটা কোয়ার্টার ফাইনালে। কেননা সেখানেই যে তার প্রতিপক্ষ আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামস। টেনিস কোর্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন যিনি। শারাপোভার বিপক্ষেও অজেয় সেরেনা। ২০০৪ সালের পর আর কোন ম্যাচেই সেরেনার বিপক্ষে জিততে পারেননি রুশ সুন্দরী। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনেও এই সেরেনার কাছে হার মানতে হয় শারাপোভাকে। শুক্রবার দারুণ জয়ে চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন সেরেনা উইলিয়ামসও। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা তৃতীয় পর্বে ৬-১ এবং ৬-১ গেমে হারান রাশিয়ার দারিয়া কাসাটকিনাকে। প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে সেরেনার সময় লাগে মাত্র ৪৪ মিনিট। এককভাবেই নিজেকে প্রদর্শন করতে পেরে রোমাঞ্চিত সেরেনা উইলিয়ামস। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করে আমেরিকান তারকা বলেন, ‘আমি মনে করি আজ খুবই ভাল খেলেছি। এটা এমন একটা দিন যেখানে সবকিছুই আমার পক্ষে গেছে।’ প্রতিপক্ষ সম্পর্কে সেরেনা বলেন, ‘তার ভবিষ্যত খুবই উজ্জ্বল। বয়সে সে খুবই তরুণ এবং সঠিক পথেই এগুচ্ছে সে।’ দিনের অন্যান্য ম্যাচে চতুর্থ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-৪ এবং ৬-০ গেমে হারান পুয়ের্তোরিকার মনিকা পুইগকে। তবে জার্মানির অখ্যাত এ্যানা-লিনা ফ্রেইডসামের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন ইতালির রবার্টা ভিঞ্চি। প্রতিপক্ষের কাছে এদিন ০-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে হারেন টুর্নামেন্টের তেরোতম বাছাই রবার্টা ভিঞ্চি।
×