ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোন ব্যবহারে দশম বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ২৩ জানুয়ারি ২০১৬

মোবাইল ফোন ব্যবহারে দশম বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন আমাদের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকালীন ও পরবর্তী সময় বিএনপি দলীয় জোটের হরতাল নৈরাজ্যের মধ্যআয়ের দেশে উন্নিত হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করেছিল। বিশ্বের মন্দার মাঝেও আমরা ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ডিজিট্যাল বাংলাদেশ বিনির্মাণের পথে ইতোমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ১০ম স্থানে উঠে এসেছে। তিনি শুক্রবার বিকেলে শিশু পার্কে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সরদার শাহ আলম, সুভাষ চন্দ্র সাহা, খান সাইফুল্লাহ পনির, সুলতান হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবদুল মান্নান রসুল ও জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন মল্লিক বিশেষ অতিথি ছিলেন।
×