ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার ঘটনায় তোলপাড়

প্রকাশিত: ০৬:৪৯, ২৩ জানুয়ারি ২০১৬

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র  উদ্ধার ঘটনায়  তোলপাড়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু বৌদ্ধবিহারে হামলা মামলা ও অস্ত্র মামলার আসামি জামায়াত নেতা তোফায়েলের সহোদর জহিরের বাড়ির পেছনে মাটির নিচে থেকে ৩টি অস্ত্র ও গুলি উদ্ধার ঘটনায় নাইক্ষ্যংছড়িতে তোলপাড় চলছে। জামায়াতের ভয়ঙ্কর এ নেতার অস্ত্র ভা-ারের উৎস খুঁজে বের করতে দাবি উঠেছে স্থানীয়ভাবে। সচেতন মহল জানিয়েছেন, খালেদা জিয়ার ৯২ দিনের নিষ্ফল আন্দোলনে জামায়াত নেতা তোফায়েল পেট্রোলবোমা নিক্ষেপে প্রশিক্ষণপ্রাপ্ত শিবির ও আরএসও ক্যাডারদের বিভিন্ন স্থানে পাঠাতেন নাইক্ষ্যংছড়ি থেকে। আরাকান বিদ্রোহী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) রোহিঙ্গা জঙ্গী ও শিবির ক্যাডারদের অনেকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অবৈধ অস্ত্রধারী ভিনদেশী নাগরিকদের কাহিল অবস্থা হতে পারে ধারণায় মিয়ানমারের বহু বিদ্রোহী নেতা সে দেশের সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। কক্সবাজার জেলা বিএনপির নেতা ও সাবেক এমপির ভগ্নিপতি ও আরাকানের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ নূপা’র সেক্রেটারি জেনারেল নজমূল আলম এবং ওই গ্রুপের সামরিক কমান্ডার কাইয়ুম মিয়ানমারের নাসাকা বাহিনীর কাছে আত্মসমর্পণ করার সময় তাদের ভারি অস্ত্রগুলো বিক্রি করে দিয়েছিল জামায়াতের কাছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা-আলীকদম ও কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে ও তাদের চিহ্নিত স্থানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় বহু ভারি অস্ত্র রয়েছে বলে সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান তোফায়েল আহমদের ছোট ভাই জহির আহমদের বাড়ির পেছনে মাটির ভেতর থেকে পুলিশ তিনটি অস্ত্র উদ্ধার করে।
×