ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ মাদক বিক্রেতার স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০১৬

২০ মাদক বিক্রেতার স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ জানুয়ারি ॥ মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের ২০ মাদক বিক্রেতা শাহিনুর, শাহিন, জাহিদ, রাজ্জাক, মোঃ আলী, আলম, রসুল, রাশেদ, মনিরুল, সোহেল, মজনু, রেজাউল, কাশেম, বাশার, আমিরুল, রফিক, সলেমান, আইয়ুব, ডালু ও মুক্তার মাদক বেচাকেনা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার রাতে তারা মাগুরার পুলিশ সুপারের বাসভবনে গিয়ে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর কাছে এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পৌর মেয়র, সমবায় ও সমাজসেবা অধিদফতর এবং রাজনীতিদের সহায়তা নিয়ে তাদের কাজের ব্যবস্থাসহ পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে। নিজনান্দুয়ালী বিশ্বাসপাড়া মসজিদ এতিমখানার মাদ্রাসার সভাপতি আকরাম বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে তার এলাকায় মাদকে জর্জরিত ছিল। পুলিশের অভিযানে সম্প্রতি এলাকায় মাদক বেচাকেনা বন্ধ হওয়ার পথে। তবে সর্বশেষ পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে পুলিশ সুপারের আহ্বানে সাড়া দিয়ে এলাকার মাদক বিক্রেতারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় তারা খুশি। পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, মাগুরা জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য মাদকবিরোধী অভিযানের পাশাপাশি তিনি মাদক বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন। এ জন্য তিনি রাজনীতিবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে কাজ করছেন। নবনির্বাচিত পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাগুরা শহরকে বিশেষ করে নিজনান্দুয়ালী এলাকাকে মাদকমুক্ত করবেন। পুলিশ সুপারের সহযোগিতায় তিনি শপথ নেয়ার আগেই সে কাজ শুরু করেছেন।
×