ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন সেনাপ্রধান

রুশ বিমান হামলা আসাদ সরকারকে স্থিতিশীল করেছে

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ জানুয়ারি ২০১৬

রুশ বিমান হামলা আসাদ সরকারকে স্থিতিশীল  করেছে

সিরিয়ার সমর্থনে রুশ বিমান হামলার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার স্থিতিশীল রয়েছে বলে বুধবার স্বীকার করেছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। তিনি বলেছেন, রাশিয়ার বিমান হামলার কারণে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে। সেইসঙ্গে পুনর্দখল হওয়া এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে সিরিয়ার সেনাবাহিনী। মার্কিন সেনাপ্রধান বলেন, কিছুদিন আগেও বিদ্রোহীদের মোকাবেলায় সিরিয়া সরকারের অবস্থান অনেক দুর্বল থাকলেও বর্তমানে সে অবস্থান অনেকাংশে শক্তিশালী হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে সাড়া দিয়ে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে তৎপর বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে বিমান হামলা শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো বিশেষ করে সৌদি আরব, কাতার ও তুরস্কের সহযোগিতায় ইরাক ও সিরিয়ায় ভয়াবহ অপরাধ চালাচ্ছে দায়েশ। তাদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে বিমান হামলা শুরু করলেও তাতে তেমন কোন সাফল্যের খবর শোনা যায়নি। - ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস।
×