ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাক্ষাতকারে ভারতীয় কর্মকর্তা ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক শীঘ্রই

প্রকাশিত: ০৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৬

সাক্ষাতকারে ভারতীয় কর্মকর্তা ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক শীঘ্রই

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা পাকিস্তানভিত্তিক সংগঠনগুলোর সন্ত্রাস নিয়ে আলোচনার জন্য সার্বিক দ্বিপক্ষীয় সংলাপে বসবেন শীঘ্রই। তাদের মধ্যে এটা হবে প্রথম দফা বৈঠক। আলোচনার ভবিষ্যত নিয়ে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সরকারের একজন সিনিয়র কর্মকর্তা হিন্দুকে এ কথা বলেছেন। খবর হিন্দু অনলাইনের। কর্মকর্তা বলেন, বৈঠকের সময়সূচী নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা কাটিয়ে ওঠেছি আমরা। দুই পররাষ্ট্র সচিব আগামী দিনগুলোতেও কূটনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। কিন্তু তাদের শীঘ্রই বৈঠকের জন্য একটি সুবিধাজনক তারিখ নির্ধারণের ব্যাপারে পুরো আস্থা রয়েছে আমাদের। জানুয়ারির শেষ সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া গুলাঁদ ও অন্য উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর নিয়ে এখন ব্যস্ত রয়েছেন পররাষ্ট্র সচিব এস জয়শংকর। পাকিস্তানী প্রতিপক্ষ আইজাজ আহমদ চৌধুরীর সঙ্গে ১৫ জানুয়ারির নির্ধারিত বৈঠক স্থগিত করেন তিনি।
×