ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণার্থীদের রক্ষায় একত্রে কাজ করবেন ওবামা-মেরকেল

প্রকাশিত: ০৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৬

শরণার্থীদের রক্ষায় একত্রে  কাজ করবেন  ওবামা-মেরকেল

ইউরোপের অভিবাসী সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধে ওলট-পালট হয়ে যাওয়া লাখ লাখ মানুষের জীবন রক্ষা এবং তাদের সহায়তার করার ব্যাপারে উভয় নেতা আসন্ন মাসগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, টেলিফোন আলাপে দুই নেতাই লন্ডনে অনুষ্ঠিতব্য দাতাদের সম্মেলন অভিবাসীদের নিয়ে বৈশ্বিক তৎপরতার একটি নয়া দিক নির্দেশনা পাওয়ার সুযোগ বলে একমত হয়েছেন। মেরকেলকে ওবামা বলেছেন, সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের নেতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন। অভিবাসী সমস্যায় নতুন অঙ্গীকার নিশ্চিত করার ক্ষেত্রে এই সম্মেলন সহায়তা করবে বলে ওবামা মনে করেন। গ্রীস উপকূলে ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ॥ গ্রীসের ফারমাকোনিসি ও কালোলিমনোস দ্বীপ উপকূলে শুক্রবার শেষ রাতে দুটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় এখনও অনেক অভিবাসন-প্রত্যাশী নিখোঁজ রয়েছে। দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ একথা জানায়। সকালে প্রথমে ফারমাকোনিসি উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় কোস্টগার্ড ছয় শিশু ও এক নারীর লাশ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পর ইজিয়ান সাগরের কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে যায়। কোস্টগার্ড সদস্যরা দ্বিতীয় এ ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে দুই শিশু, নয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছে। বন্দর পুলিশ জানায়, তুরস্ক থেকে আসা প্রথম নৌকাটি ডুবে যাওয়ার পর ৪৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। কালোলিমনোস উপকূলে ডুবে যাওয়া আরেকটি নৌকা থেকে বন্দর পুলিশ ২৬ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। ফলে সেখানে উদ্ধার অভিযান চলছে। হতাহত যাত্রীদের বেশির ভাগই অভিবাসন-প্রত্যাশী। এর আগে গত বৃহস্পতিবার জলপথে গ্রীসে আসার সময় তুরস্কের একটি উপকূলে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন অভিবাসন-প্রত্যাশী মারা যান।-এএফপি
×