ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় খুনের হার বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৩, ২৩ জানুয়ারি ২০১৬

মেক্সিকোয়  খুনের হার  বেড়েছে

মেক্সিকোয় গত বছর খুন ও হত্যার হার প্রায় নয়ভাগ বেড়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো ক্ষমতায় আসার চার বছরের মধ্যে এই প্রথম খুন ও হত্যার হার বাড়ল। খবর ওয়েবসাইটের। নিয়েতোর নির্বাচনী অঙ্গীকার ছিল দেশটির মাদককেন্দ্রিক সহিংসতার অবসান ঘটানো। খুন-হত্যার হার বাড়লেও অপহরণ, চাঁদাবাজির মতো অন্যান্য অপরাধের হার কমেছে। দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে বুধবার এই চিত্র উঠে এসেছে। মেক্সিকোর ৩১টি রাজ্য ও রাজধানী মেক্সিকো সিটির আইন কর্মকর্তাদের দেয়া তথ্যানুসারে ২০১৫ সালে মেক্সিকোয় ১৭,০১৩ জন খুন বা হত্যার শিকার হয়েছেন। এই পরিসংখ্যান দেশটিতে প্রায় দুই দশকের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। ২০১৪ সালে দেশটিতে ১৫,৬৫৩টি খুন বা হত্যাকা-ের ঘটনা ঘটেছিল। পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশটিতে প্রতি একলাখ মানুষের মধ্যে ১৪ জন খুন বা হত্যার শিকার হয়েছেন। প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে এই হার প্রতি লাখে পাঁচজন। দেশটিতে অপহরণের হার ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ২৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০০৮ সালের পর এটাই অপহরণের সর্বনিম্ন হার। এর পাশাপাশি চাঁদাবাজির হার কমেছে ১২ দশমিক ৬ ভাগ।
×