ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত

প্রকাশিত: ০৬:৪৩, ২৩ জানুয়ারি ২০১৬

নেপালে পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত

নেপালের দক্ষিণাঞ্চলে নতুন সংবিধানের বিরুদ্ধে মধেসি এথনিক সংখ্যালঘু সম্প্রদায়ের মাসের পর মাস ধরে চলা আন্দোলন বৃহস্পতিবার সহিংস হয়ে ওঠায় প্রতিবাদকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে নিহত হয়েছেন তিন আন্দোলনকারী। বিষয়টি জানায় দেশটির পুলিশ। খবর ওয়েবসাইটের। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা মোরাংয়ে বৃহস্পতিবার বিকেলে ক্ষমতাসীন সিপিএন-ইউএমএল দলের কর্মীদের সভা শত শত প্রতিবাদকারী লাঠি, ছুরি ও পেট্রোল বোমসহ প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের মুখপাত্র কামাল সিং বাম বলেন, মোরাংয়ে সংঘর্ষে আজ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৫ বছর বয়স্ক একজন মহিলাও রয়েছেন। আন্দোলনকারীদের প্রতিবাদ সহিংসতায় রূপ নেয়ায় বাধ্য হয়ে তাদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। দেশটির নতুন সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ করায় জনগণ ও পুলিশের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জনেরও বেশি ব্যক্তি। প্রতিবাদকারীদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলের মধেসি এথনিক সংখ্যালঘু সম্প্রদায়ের। নতুন সংবিধান সংশোধনের দাবিতে ভূমিবেষ্টিত দেশটিতে মধেসিয়রা মাসের পর মাস গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার অবরোধ করে রাখায় তেল ও প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্কট হয়েছিল। তবে সংবিধান সংশোধন করে আনুপাতিক হারে সরকারে মধেসিয় প্রতিনিধিদের উপস্থিতির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
×