ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নে নির্বাচন নিয়ে ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ জানুয়ারি ২০১৬

ট্রাক ও কাভার্ডভ্যান  ড্রাইভার্স ইউনিয়নে নির্বাচন নিয়ে ভাংচুর অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ড্রাইভার্স ইউনিয়ন সূত্রে জানা যায়, নির্বাচনে রশিদ তালুকদার ও মোঃ হুমায়ুন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল থেকে কলাবাগান মাঠে এ ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ড্রাইভার্স ইউনিয়নের ভোলার গ্রুপকে নির্বাচন কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না নোয়াখালীর গ্রুপ- এমন অভিযোগ বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয়ে জানাতে আসেন তারা। কার্যালয় বন্ধ পাওয়ায় ভোলার গ্রুপ বিক্ষুব্ধ হয়ে দরজা-জানালা ভাংচুর করে। পরে তারা কার্যালয়ের ভেতর থেকে চেয়ার বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এটি কোন বড় ঘটনা নয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
×