ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে কয়েক বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ জানুয়ারি ২০১৬

মালদ্বীপে কয়েক বাংলাদেশী আটক

বিডিনিউজ ॥ বৈধ কাগজপত্র না থাকায় ‘বেশ কয়েকজন’ বাংলাদেশী কর্মীকে আটক করেছে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হাভেরু অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মালের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। কর্তৃপক্ষ আটক বাংলাদেশীদের নির্দিষ্ট কোন সংখ্যা জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাভেরু লিখেছে, অন্তত ২০ বিদেশীকে তারা আটক করে নিয়ে যেতে দেখেছেন। মালদ্বীপের নিয়ম অনুযায়ী, যেসব বাজার ও দোকানে স্থানীয়ভাবে তৈরি পণ্য বিক্রি হয় সেখানে কেবল মালদ্বীপের নাগরিকরাই কাজ করতে পারেন। তবে মালের বাজার এলাকায় অনেক দোকানেই বিদেশীরা কাজ করছেন। একজন ইমিগ্রেশন কর্মকর্তার বরাত দিয়ে হাভেরু লিখেছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ সরকারের চলমান অভিযানের অংশ হিসেবেই ওই বাংলাদেশীদের আটক করা হয়েছে। এ ধরনের অবৈধ অভিবাসীদের আটকের পর সাধারণত মালের শহরতলীর হুলুমালে এলাকার একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ধরনের অবৈধ অভিবাসীদের যারা নিয়োগ দেন তাদেরও জরিমানা করছে মালদ্বীপ সরকার। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ১০৮ ব্যবসায়ীর কাছ থেকে দশ লাখ ৮০ হাজার এমভিআর (রুপিয়া) জরিমানা আদায় করা হয়েছে।
×