ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ জানুয়ারি ২০১৬

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচী প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারি থেকে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। আগামী ৩ মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে। শুক্রবার এই তথ্য জানিয়ে পিএসসি আরও বলেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচী পরে জানানো হবে। গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়, যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ চাকরি প্রত্যাশী। পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোন সাক্ষাতকারপত্র পাঠানো হবে না। কমিশনের ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাতকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বিপিএসসি ফরম-২ এর সঙ্গে দাখিল করা মুক্তিযোদ্ধা সনদের দুটি সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা সনদধারীর জন্মতারিখ সম্বলিত এসএসসি/সমমানের সনদ, এসএসসি পাস না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সনদ বা জন্মতারিখ সম্বলিত প্রামাণিক দলিল, মুক্তিবার্তা/ গেজেটের সত্যায়িত দুটি কপিসহ এসব কাগজের দুই সেট মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে লোক নিয়োগের কথা রয়েছে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ চাকরিপ্রার্থী এর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও এই বিসিএস থেকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।
×