ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সত্য বলুন, আমরা আপনার সঙ্গে আছি ॥ সিনহাকে বিএনপি

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ জানুয়ারি ২০১৬

সত্য বলুন, আমরা আপনার সঙ্গে আছি ॥ সিনহাকে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্য সরকারকে নাড়িয়ে দিয়েছে। এ বক্তব্যে সরকারের ভেতরে ভূকম্পন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি প্রধান বিচারপতির বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, তার এ বক্তব্যের ফলে পঞ্চদশ সংশোধনী থেকে শুরু করে বর্তমান সরকারের সব কর্মকা- অবৈধ হয়ে গেছে। শামসুজ্জামান দুদু সিনহার বক্তব্য সমর্থন করে বলেন, সাহস করে সত্য কথা বলুন। আমরা আপনার সঙ্গে আছি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম নামে একটি সংগঠনের আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রধান বিচারপতির ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেটিকে তিনি বিচারের কথা মনে করে সাহসের সঙ্গে সত্য উচ্চারণ করেছেন। তার এ বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তার ওই বক্তব্য সরকারকে নাড়িয়ে দিয়েছে। সরকারের মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে একটা ভূকম্পন দেখেছি। এতে সবকিছু নড়ে যায়। অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যেও সরকারের মধ্যে আরেকটা ভূকম্পন সৃষ্টি করল। বিচার বিভাগের শীর্ষে বসে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি কিন্তু বিচারের মাথা। তার বক্তব্যকে স্বাগত জানাই। তিনি সাহস করে তার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বের কথা মনে করে এসব কথা বলেছেন। আমি মনে করি সেটা সরকারকে নাড়িয়ে দেবে। প্রধান বিচারপতির সেই বক্তব্য আরেকটি ভূকম্পন। যখন তিনি ওই বক্তব্য দেন তখন পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে নির্বাচন হলো, সেটা তো অবৈধ। সরকার যে সংসদের ওপর দাঁড়িয়ে আছে, তা অবৈধ হয়ে গেছে। আজকের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনকে গোটা দেশ রিজেক্ট করেছে। এ নির্বাচন অবৈধ; সেটা তো জাস্টিসই বলছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে তিনি বলেন, দেশে গণতন্ত্রের সঙ্কট চলছে। দেশ গণতন্ত্রের স্বাদ হারিয়ে ফেলেছে। এদেশ সত্যি অবরুদ্ধ। এদেশের মানুষ যুদ্ধ করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অথচ সরকার যুক্তি দিতে চায় আগে উন্নয়ন, পরে গণতন্ত্রÑ এটা একেবারেই মিথ্যা কথা। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন চোরাবালির মতো ভিত্তিহীন। বিএনপিকে ভাঙ্গার বিষয় উল্লেখ করে বলেন, বিএনপি ভাঙার দল নয়। এই দল ভাঙতে পারে না। এই দল অমর ও অক্ষয়।
×