ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪০, ২৩ জানুয়ারি ২০১৬

খুলনায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া বিলের মৎস্যঘের মালিক প্রভাত ম-ল ওরফে লালো খোকনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রভাত ম-ল বাড়ি থেকে ঘের পাহারার জন্য বের হয়। কিন্তু শুক্রবার সকালে পার্শ্ববর্তী ঘের মালিকরা তার লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে ডুমুরিয়া থানার ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রভাতকে হত্যা করা হতে পারে। তার মাথায় ভারি কোন বস্তু দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। গফরগাঁওয়ে ডাকাতকে কুপিয়ে হত্যা ॥ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাগলা থানার টাংগাবর ইউনিয়নের পাঁচাহার গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মুনজুর (২৮) কে কুপিয়ে হত্যা করে । মোঃ মুনজুরের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে রাত ১১টার সময় মোবাইলে ডেকে নিয়ে প্রথমে কুপিয়ে ও জবাই করে হত্যা করে । টাংগাবর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন সাগর জানান, নিহত মুনজুর কুখ্যাত ডাকাত ছিল। পাগলা থানার ওসি মোঃ চান মিয়া জানান, মোঃ মুনজুর আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার নামে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তাকে কে বা কারা হত্যা করে ছোটবারইহাটি বউমরা খালে লাশ ফেলে রাখে। তাকে প্রথমে কুপিয়ে হত্যা করে পরে জবাই করে ফেলে রাখে। এছাড়া মুনজুরের বড় দুই ভাই মোঃ শামিমকে ৪ মাস আগে ও নুরুল ইসলাম ইন্দুরকে ৪ বছর আগে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কুপিয়ে হত্যা করে। তারা ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই ডাকাত। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×