ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম জিয়া

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ জানুয়ারি ২০১৬

আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক পরিস্থিতি, কাউন্সিলের তারিখ নির্ধারণ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের পরিকল্পনার বিষয় ঠিক করা ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এ সভায় আলোচনা হতে পারে। এছাড়া বিগত পৌরসভা নির্বাচনের বিষয়ে দলের প্রার্থী নির্বাচনের ভুলত্রুটি নিয়ে আলোচনা করা হতে পারে। বিশেষ করে এ নির্বাচনের বিএনপি পরাজয়ে কারণগুলো খতিয়ে দেখতে আলোচনা হতে পারে। ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের দিনক্ষণ ঠিক হয়েছে। এ অবস্থায় বিএনপি দ্রুত কাউন্সিল করতে চায়। স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। বিএনপির নেতারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে দলে কাউন্সিল হচ্ছে না। বিগত দশকে সংসদের অংশ না নেয়া, ওই নির্বাচন প্রতিরোধে বিএনপির ব্যর্থ হওয়ার পর দলের কেন্দ্রীয নেতাদের বিরুদ্ধে মামলা ও গত বছরের অবরোধের নামে জ্বালাও পোড়াও আন্দোলনের একে পর্যায়ে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের আত্মগোপনে চলে যাওয়ার কারণে দীর্ঘদিন দলের কাউন্সিল করা সম্ভব হয়নি। অথচ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নিয়মিত কাউন্সিল অনুষ্ঠানের কথা বলা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, পৌরসভা নির্বাচন নিয়েও অনুষ্ঠানে পর্যালোচনা করা হতে পারে। বিশেষ করে এ নির্বাচনে দলের পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে। এছাড়া আগামী মার্চের শেষ দিকে সারাদেশে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আইন অনুযায়ী এ নির্বাচনও দলীয় ভিত্তিতে ও প্রতীকে হবে। দলভিত্তিক এ নির্বাচনে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দিতে হবে। এজন্য দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও পদবী কমিশনে জমা দিতে হবে। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রার্থী ঠিক করতে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ কারণে প্রার্থী বাছাইয়ে করণীয় নির্ধারণে আজকের এ বৈঠকে আলোচনা করা হতে পারে। এছাড়াও দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান বলেন, শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক। সেখানে দলের কাউন্সিল, পুনর্গঠন, প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বক্তব্যসহ সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হবে। স্থায়ী কমিটির সঙ্গে এটিই হবে নতুন বছরে বিএনপি চেয়ারপার্সনের প্রথম বৈঠক। রিজভী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে চেয়ারপার্সন এ বৈঠক ডেকেছেন। এর আগে পৌর নির্বাচন সামনে রেখে গত বছর ১২ ডিসেম্বর জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে হওয়া ওই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়। অবসরের পর বিচারকদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা বিএনপির বৈঠকে আসতে পারে বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা।
×