ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের ২৪ ঘণ্টা পরও রাজশাহীর ব্যাংক কর্মকর্তা উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ জানুয়ারি ২০১৬

অপহরণের ২৪ ঘণ্টা পরও রাজশাহীর ব্যাংক কর্মকর্তা উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরী থেকে বেসরকারী ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পায়নি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আক্তারুজ্জামান কচি নামের এ ব্যাংক কর্মকর্তা অপহরণের পর সন্ধ্যায় তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। অপহৃত আক্তারুজ্জামান কচি এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেসিডেন্ট। তবে তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। মামলার বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকায় নন্দিতা প্রিন্টিং প্রেসে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে কারা তুলে নিয়ে গেছে তা শনাক্ত করতে তদন্ত ও তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে। সর্বশেষ তার ফোন নম্বরের অবস্থান রাজশাহী রেল স্টেশন এলাকায় পাওয়া গেছে বলে জানান ওসি। ওসি আরও বলেন, ব্যাংকে অনিয়মের অভিযোগে আক্তারুজ্জামান বরখাস্ত হয়েছিলেন। ব্যাংকের লেনদেন, অর্থ আত্মসাত ও বরখাস্ত হওয়ার বিষয়ে তিনি একাধিক মামলার বাদী ও আসামিও রয়েছেন। সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি শাহাদত হোসেন জানান। রাজশাহী এক্সিম ব্যাংকের সহকারী প্রেসিডেন্ট নুরুল হাবিব বলেন, ৬/৭ মাস আগে রাজশাহী শাখা থেকে আক্তারুজ্জামানকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িক বরখাস্ত হন। এর পর তিনি এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরসহ (এমডি) নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। বিকেলে আক্তারুজ্জামানের বড় ভাই আব্দুল মতিন ফোন করে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছেন বলে জানান নুরুল হাবিব। পুলিশ জানান, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
×