ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তারেককে ঢাকার আদালতে আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞান

প্রকাশিত: ০৮:২২, ২২ জানুয়ারি ২০১৬

তারেককে ঢাকার আদালতে আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞান

স্টাফ রিপোর্টার ॥ অর্থ পাচারের মামলায় পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১৩ ফেব্রুয়ারির আগে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রীমকোর্ট প্রশাসন। আদালতের দেয়া নির্দেশ অনুসারে বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি দেয়া হয়। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তারেক রহমানকে গত বছরের ১৯ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। যেহেতু তিনি এখনও আত্মসমর্পণ করেননি, তাই আদালত বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে আগামী ১৩ ফেব্রুয়ারির আগে বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তারেক রহমানের বর্তমান ঠিকানা হিসেবে যুক্তরাজ্যের ‘দি মল, সাউথ গেট লন্ডন-এন-১৪ ও এল আর’ উল্লেখ করা হয়েছে। গত ১২ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের আদেশের আলোকে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারি এবং এ বিষয়ে বাংলা ও ইংরেজী দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।
×