ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিউম্যান হলারের ধাক্কায় রেল কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৮:০৬, ২২ জানুয়ারি ২০১৬

হিউম্যান হলারের ধাক্কায় রেল কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকায় হিউম্যান হলারের ধাক্কায় এনামুল হক (৫৫) নামে এক রেল কর্মকর্তা মারা গেছেন প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মসজিদের পাশে চৌরাস্তায় হিউম্যান হলারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারী রেজাউল করিম তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে গেলে। নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নিহত ব্যক্তির পকেটে বাংলাদেশ রেলওয়ের পাস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের টিকেট পাওয়া গেছে। রাজশাহী রেলওয়ে বিভাগে যোগাযোগ করে জানা গেছে, এনামুল হক। রাজশাহী রেলওয়ের হিসাব বিভাগে ট্রাভেলিং এ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের দেহরক্ষী ও সাজাপ্রাপ্ত আসামি শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। খিলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শামসুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×