ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গয়েশ্বরের বিরুদ্ধে আবার মামলা

প্রকাশিত: ০৭:৪৪, ২২ জানুয়ারি ২০১৬

গয়েশ্বরের বিরুদ্ধে আবার মামলা

কোর্ট রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে ‘বিতর্কিত বক্তব্যের’ অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকায় আবার মানহানি মামলা হয়েছে। বক্তব্যের ঘটনায় এর আগে নড়াইলে খালেদা জিয়া ও গয়েশ্বর রায়ের বিরুদ্ধে মানহানির মামলা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে মামলাটি দায়ের করেছেন শহীদ পরিবারের সন্তান, বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মণীন্দ্র কুমার নাথ। বাদী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদেরও যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে এ মামলাটির শুনানি শেষে দেয়া আদেশে বিচারক আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে শাহবাগ থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আর্জি মতে, গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে গয়েশ্বর রায় বলেন, তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের মাজারে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। ওনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কি করে, একটু বলেন তো। তার এই বক্তব্য প্রকাশিত হলে তীব্র প্রতিক্রিয়া হয়।
×