ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় পর্বে মারে, জয় ওয়ারিঙ্কার

প্রকাশিত: ০৬:৪৫, ২২ জানুয়ারি ২০১৬

তৃতীয় পর্বে মারে, জয় ওয়ারিঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করলেন ব্রিটিশ নাম্বার ওয়ান এ্যান্ডি মারে। বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের খেলায় মারে অস্ট্রেলিয়ান তারকা স্যাম গ্রোথকে সরাসরি সেটে পরাজিত করেন। বছরের প্রথম মেজর টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও দারুণ জয় পাওয়ায় উচ্ছ্বসিত মারে। এদিন তিনি ৬-০, ৬-৪ ও ৬-১ সেটে হারান স্যাম গ্রোথকে। এ নিয়ে টানা চার বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে। তৃতীয় রাউন্ডে মারে লড়বেন পর্তুগীজ নাম্বার ওয়ান জোয়াও সোউসার বিপক্ষে। এর আগে দু’জনের ছয়বারের দেখায় সব ম্যাচেই জয় পেয়েছিলেন মারে। তবে এবার যে ভিন্ন কিছু ঘটাতে পারেন সোউসা! তাই প্রতিপক্ষের বিপক্ষে সতর্ক থেকেই কোর্টে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন মারে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে তার বিপক্ষে আমি দুবার খেলেছি। তবে এটা নিশ্চিত করেই বলতে পারি যে গ্রোথ যে ধরনের খেলোয়াড় সোউসা ঠিক তার বিপরীত। কোর্টের পেছনে সে সব সময়ই দারুণ পারফর্ম করে। তার বিপক্ষে যদি ভাল খেলি তাহলেই কেবল আমার সুযোগ থাকবে। কারণ সে এমন এক জন খেলোয়াড় যে কোন সময়ই কঠিনরূপে আবির্ভাব হতে পারে। যেমনটা সে গত বছর ফ্রেঞ্চ ওপেনে করেছিল।’ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি পাক-কিউই স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতা। এবার নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দল প্রথম টি২০ ম্যাচেই জয় তুলে নিয়েছিল। কিন্তু ধারাবাহিকতা রাখতে পারেনি শহীদ আফ্রিদির দল। পরের ম্যাচে নিউজিল্যান্ড জয় তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এবার সিরিজ জয়ের ম্যাচ উভয় দলের। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায়। জিতলেই তিন ম্যাচের টি২০ সিরিজ হবে বিজয়ী দলের। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম খেলেননি। নেতৃত্ব দিয়েছেন কেনর উইলিয়ামসন। তবে আজ দলে ফিরতে পারেন ম্যাককুলাম। প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ের জন্যই জিতেছে পাকরা। তবে দ্বিতীয় ম্যাচে ডুবিয়েছে বোলাররাই। এর চেয়ে বড় কথা এখন পর্যন্ত এ সিরিজে পাক টপঅর্ডাররা তেমন রান পাননি। কিন্তু কিউই ব্যাটসম্যানরা আছেন দারুণ ফর্মে। এর সঙ্গে এবার আরও শক্তি বাড়ছে তাদের ম্যাককুলাম দলে ফিরলে। এ ছাড়াও লেগস্পিনার টড এ্যাস্টলের জায়গায় ঠাঁই করে নিতে পারেন কোন একজন পেসার। এ সিরিজে পাকিস্তান দলে আবার ফিরেছেন স্পট ফিক্সিংয়ে ৫ বছর নিষিদ্ধ থাকার পর তরুণ পেসার মোহাম্মদ আমির। প্রথম দুই ম্যাচে তেমন আলো ছড়াতে না পারলেও এবার তার জন্য আরেকটি পরীক্ষা। ব্যর্থ শোয়েব মকসুদের জায়গায় আজ দেখা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। আর দীর্ঘদিন পর ফেরা পেসার উমর গুল খরুচে বোলিংয়ের কারণে বাদ পড়তে পারেন। আসতে পারেন আরেক পেসার আনওয়ার আলী।
×