ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রয়াত রানার বাড়িতে হোয়াটমোর

প্রকাশিত: ০৬:৪৫, ২২ জানুয়ারি ২০১৬

প্রয়াত রানার বাড়িতে হোয়াটমোর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার হিসেবে আলো ছড়িয়েছিলেন মানজারুল ইসলাম রানা। ব্যাট-বলের পারফর্মেন্সে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। কিন্তু তার এগিয়ে চলার এই পথ রুদ্ধ করে দেয় এক সড়ক দুর্ঘটনা। এরপর স্মৃতির পাতায় ঠাঁই হয় সেই প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের। ২০০৭ সালের ১৬ মার্চ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ২৩ বছর বয়সী রানা। ফলে বাংলাদেশের ক্রিকেট হারায় উদীয়মান এক তারকাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়াত রানার স্মরণে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারির পশ্চিম অংশের নাম দিয়েছে মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড। মৃত্যুর আগে জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে নিয়ে যাচ্ছিলেন এক অন্য উচ্চতায়। কিন্তু অকাল মৃত্যু থামিয়ে দেয় সব! তৎকালীন সময়ে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার সুমন। আর জাতীয় দলের কোচের আসনে ছিলেন ডেভ হোয়াটমোর। ডেভ হোয়াটমোরের হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মানজারুল ইসলাম রানা। ২০০৫ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে দারুণ অবদান রাখে। খুলনার মুজগুন্নী এলাকায় রানার বাসায় গিয়ে ডেভ হোয়াটমোর রানার মা জামিলা খাতুনের সঙ্গে বেশকিছু সময় কাটান। সন্তান হারানো মায়ের সঙ্গে করেছেন স্মৃতিচারণ। রাজ্জাকের পাঁচ উইকেট বিসিএল স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার দ্বিতীয় দিনে ছিল বৃষ্টির বাগড়া। সে কারণে কোন বলই মাঠে গড়ায়নি বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দুটি চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন। তৃতীয় দিনও বিলম্বে খেলা শুরু হয়েছে ভেজা আউটফিল্ডের কারণে। শেষদিকে আলোর স্বল্পতার কারণে আগেভাগেই খেলা শেষ হয়েছে। তবে প্রাকৃতিক বৈরিতার মধ্যে চলমান এ রাউন্ডে বোলারদের দাপট অব্যাহত আছে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৫ উইকেট শিকার করেছেন। তবে এর পরও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শামসুর রহমানের (১০৩), শুভাগত হোমের ৮৩ ও শরীফুল্লাহর ৯১ রানের সুবাদে ৩৮১ রানে প্রথম ইনিংস শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। দুটি করে উইকেট নেন রবিউল ইসলাম ও আসিফ হাসান। দিনশেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছে দক্ষিণাঞ্চল। অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ২১৪ রানে। তাসামুল হক সর্বোচচ ৪৫ রান করেন। সানজামুল ইসলাম ৩৩ রানে ৩টি এবং নাসির হোসেন, শুভাশীষ রায় ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নেন। দুপুরের পর শুরু হয়েছিল তৃতীয় দিনের খেলা। দিনশেষে বিসিবি উত্তরাঞ্চল মাত্র ৫৯ রান করতেই হারিয়েছে ৩ উইকেট। জুনাইদ সিদ্দিকী ২৮ রান নিয়ে ব্যাট করছেন। দুটি উইকেট নিয়েছেন আবুল হাসান।
×