ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের নৈপুণ্যে সেমির পথে বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৪০, ২২ জানুয়ারি ২০১৬

নেইমারের নৈপুণ্যে সেমির পথে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধান তারকা লিওনেল মেসি ও উরুগুইয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়াই স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে বার্সিলোনা। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ক্যাটালানরা ২-১ গোলে পরাজিত করে স্বাগতিক এ্যাথলেটিক বিলবাওকে। মেসি-সুয়ারেজ না থাকলেও ম্যাচে আলো ছড়ান নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়ক একটি গোল করা ছাড়াও পুরো ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য। তরুণ ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদিও এক গোল করে নিজেকে আরেকবার প্রমাণ করেছেন। অপর ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। সেমি নিশ্চিত করার লক্ষ্যে শেষ আটের দ্বিতীয় লেগে ২৭ জানুয়ারী নিজেদের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সা ও এ্যাটলেটিকো। দিন কয়েকের আগে লা লিগার ম্যাচে এ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বার্সিলোনা। কোপা ডেল রের ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছে লুইস এনরিকের দল। বিলবাওকে ৬-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই দলের বেশ কয়েক তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেন বার্সা কোচ। মেসি, সুয়ারেজ, মাশ্চেরানোকে ছাড়াই মাঠে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এর পরও অবশ্য জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি বার্সার। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা বার্সা ১৮ মিনিটে ইভান রাকিটিচের ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তরুণ ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদি। ছয় মিনিট পর আরেকটি গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়কের গোলটি ছিল দৃষ্টিনন্দন। প্রতিপক্ষের কয়েক ডিফেন্ডারকে কাটানোর পর গোলরক্ষককেও কাটিয়ে লক্ষ্যভেদ করেন সাবেক সান্টোস তারকা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে বিলবাওয়ের পক্ষে একটি সান্ত¡নাসূচক গোল করেন আরিটজ আডুরিজ। ২-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ম্যাচ শেষে নেইমার বলেন, শেষ দিকে এক গোল হজম করা ঠিক হয়নি আমাদের। তবে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। গোলটি লড়াই জটিল করে দিতে পারে। এখন আমাদের ফিরতি লেগ জিততে হবে। তিনি আরও বলেন, ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়ার মতো খেলোয়াড় নিয়ে বিলবাও ভালো একটি দল। আমাদের দ্বিতীয় লেগে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর কোচ লুইস এনরিকে বলেন, আমরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু আগামী বুধবারের ম্যাচটি আকর্ষণীয় হবে। ম্যাচের এক পর্যায়ে নেইমারের পা মাড়িয়ে দেন বিলবাওয়ের ফরোয়ার্ড আরিটজ আডুরিজ। তবে সেটা ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেন তিনি। ম্যাচ শেষে আডুরিজ বলেন, ম্যাচ শেষ, সবকিছুই শেষ। আমি কাউকে ব্যথা দিতে চাইনি। আমি নেইমারের ওপর দিয়ে গেছি। কিন্তু তার গায়ে পা লাগানোটা ইচ্ছাকৃত ছিল না। এটা শুধুই ম্যাচের একটি মুহূর্ত এবং মাঠে এ ঘটনা ঘটে থাকে। ২০১৪-১৫ মৌসুমে কোপা ডেল রের ফাইনালে এ্যাথলেটিকের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে বল নিয়ে গিয়েছিলেন নেইমার। তখন নেইমারকেও সমালোচনা গিলতে হয়েছিল। এবার অবশ্য এ বিষয়ে কোন অভিযোগ নেই নেইমারের। তিনি বলেন, ম্যাচ শেষে সব কিছু মাঠেই থাকে। এটা দেখার জন্য রেফারি ছিল। আমি মনে করি, রেফারিং ঠিকই আছে। এদিকে বার্সিলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটি বা প্যারিস সেন্ট-জার্মেইনে পাড়ি জমানোর যে গুঞ্জন তা গুজব প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি পরিষ্কারভাবে আরেকবার জানিয়ে দিয়েছেন, ন্যুক্যাম্প ছেড়ে ইউরোপের অন্য কোন ক্লাবে তিনি খেলবেন না। পাঁচবারের বিশ্বসেরার খেতাব জয়ী মেসি সাক্ষাতকারে বলেন, আমি সব সময় বলে আসছি, বার্সিলোনাই হচ্ছে আমার ঠিকানা। এই ক্লাব থেকেই আমি অবসরে যেতে চাই। ইউরোপের ক্যারিয়ারে আমি কখনও অন্য কোন ক্লাবে খেলব না। তিনি আরও বলেন, তবে এর বাইরে আমি আর্জেন্টিনায় খেলতে চাই। কারণ, আমি যখন খুবই ছোট ছিলাম তখনই দেশ ছেড়ে এসেছি। তাই আমি দেখতে চাই আর্জেন্টিনায় খেলাতে কেমন লাগে। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। তবে আমার চাওয়া নিয়ে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। আর আমি চাই বার্সিলোনায় থাকতে।
×