ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রনিদের শেষ পরীক্ষা

প্রকাশিত: ০৬:৪০, ২২ জানুয়ারি ২০১৬

রনিদের শেষ পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ একই সঙ্গে স্বপ্ন পূরণ হয়েছে চার ক্রিকেটারের। এর মধ্যে তৃতীয় টি২০ ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী। একই ম্যাচে ৫ টেস্ট খেলা পেসার মোহাম্মদ শহীদের টি২০ অভিষেক হয়েছে। প্রথম ম্যাচেই অভিষেক হয় তরুণ উদীয়মান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরীর। তিন ম্যাচে ৬ ক্রিকেটারের অভিষেক। এর মধ্যে সব ম্যাচ খেলেছেন শুধু সোহান। আসন্ন টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য সামঞ্জস্যপূর্ণ একটি দল গঠনের জন্যই এত পরিবর্তন। এর মধ্যে দুই ম্যাচ খেলে ছিটকে গেছেন শুভাগত। বাকি ৫ ক্রিকেটারের জন্য আজই শেষ পরীক্ষা। সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে জ্বলে ওঠার শেষ সুযোগ আজ সিরিজের চতুর্থ ও শেষ টি২০ ম্যাচে। মুশফিকের ওপর চাপ কমাতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দল আরেকজন উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সন্ধানে আছে। মাঝে লিটন কুমার দাসকে দিয়ে সেই চেষ্টা চালানো হয়েছে। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এ তরুণ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০তেও লিটন তেমন ভাল করতে পারেননি। তবে অনেকটাই ভাল করেছেন ২২ বছর বয়সী খুলনার ক্রিকেটার সোহান। সে কারণে এবারই প্রথম ডাক পেয়েছেন জাতীয় দলে। আর অভিষেকও হয়ে গেছে প্রথম টি২০ ম্যাচেই। তবে ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে নেমে খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে। প্রথম ম্যাচে অপরাজিত থেকে করেছেন ৭, দ্বিতীয় ম্যাচে নামতে হয়নি। তবে তৃতীয় ম্যাচে নিজের সামর্থ্যটা দেখিয়েছেন এ তরুণ ডানহাতি ব্যাটসম্যান। এবারও আট নম্বরে নেমে মাত্র ১৭ বলে ৫ চারে ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলে টি২০ ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। তবে পরীক্ষাটা শেষ হয়নি। আজ সুযোগ পেলে আরেকবার নিজেকে মেলে ধরতে হবে তার। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে ভাল করছিলেন মোসাদ্দেক। ময়মনসিংহের এ ২০ বছর বয়সী তরুণ গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন। সে কারণে গত অক্টোবরে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাকও পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি। এবার তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাপ পড়ার। মিডলঅর্ডারে নেমে ভাল ব্যাটিং করার পাশাপাশি যোগ্যতা আছে অফস্পিন করার ক্ষমতাও। ঘরোয়া ক্রিকেটে সেটা নিয়মিতই করে থাকেন। অভিষেকটা অবশ্য উজ্জ্বল হয়নি। বল হাতে ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য আর ব্যাট হাতে করেছেন মাত্র ১৫ রান। আজ মোসাদ্দেকের আরেকটি সুযোগ নিজেকে মেলে ধরার। মোসাদ্দেকের মতোই আরেক ক্রিকেটার মুক্তার আলী। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতে সমান তালে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের শিঁকে ছেঁড়েনি। কিন্তু বাংলাদেশ দল অনেক দিন ধরেই একজন পেস অলরাউন্ডারের খোঁজে হন্যে হয়েছিল। অবশেষে ২৬ বছর বয়সী রাজশাহীর এ ক্রিকেটার তৃতীয় ম্যাচে সুযোগ করে নিলেন।
×