ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রীড়াবিদদের পুরস্কৃত করল বিওএ

প্রকাশিত: ০৬:৩৯, ২২ জানুয়ারি ২০১৬

ক্রীড়াবিদদের পুরস্কৃত করল বিওএ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২০১৩ সাল হতে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে বিওএর সভাপতি জেনারেল ইকবাল করিম ভূইয়া, গতকাল বৃহস্পতিবার বিওএর ডাচ্-বাংলা ব্যাংক অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে পদকপ্রাপ্ত খেলোয়াড়বৃন্দ ছাড়াও বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট গেমসের সেফ দ্য মিশনরা উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে বিওএর মহাসচিব বিগত ৩ বছরে বিওএ কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্যের ওপর বিশদ আলোচনা করেন। এরপর বিওএর সভাপতি পদকপ্রাপ্ত খেলোয়াড়দের মাঝে নগদ চেক, ফুলের তোড়া এবং ক্রেস্ট উপহার দেন। প্রধান অতিথি তার বক্তব্যে খেলোয়াড়দের প্রশিক্ষণের ওপর আরও বেশি সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন। তিনি পদকপ্রাপ্ত খেলোয়াড়, সংশ্লিষ্ট ফেডারেশন, কোচ, ম্যানেজার এবং উক্ত প্রতিযোগিতার সাঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন দ্বাদশ এসএ গেমসে বাংলাদেশ ভাল ফলাফল লাভ করবে। তা ছাড়া আগামী দিনগুলোতে যে সব প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে তাতে বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।
×