ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনভর বিক্রেতাশূন্য সুহৃদের শেয়ারের

প্রকাশিত: ০৬:৩৮, ২২ জানুয়ারি ২০১৬

দিনভর বিক্রেতাশূন্য সুহৃদের শেয়ারের

ভাল লভ্যাংশের প্রত্যাশায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রেতাশূন্য ছিল। দিনশেষে কোন বিক্রেতা না থাকায় সার্কিট ব্রেকারেই কোম্পানিটির লেনদেন হয়। সূত্রমতে, বিক্রেতার সঙ্কটে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ৫ লাখ ১৬ হাজার ৯২৩টি শেয়ার ২০.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে খুঁজে পাওয়া যায়নি। কোম্পানিটির সর্বশেষ দর ২০.৩০ টাকা। জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের লভ্যাংশ নির্ধারণী সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ওই বৈঠক থেকেই গত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। ভাল লভ্যাংশের ঘোষণা আসতে পারে এমন আশাবাদ ছড়িয়ে পড়ার কারণেই শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার অর্ধবার্ষিকীতে মতিন স্পিনিংয়ের ইপিএস ১ দশমিক ০৫ টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৯১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫Ñডিসেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই’১৫-ডিসেম্বর’১৫) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ২ টাকা ০১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×